আত্রেয়ী নদীপাড়ে ‘কথক’ এর বর্ষবরন
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
আত্রেয়ী নদীর পাড়ে
‘ কথক ‘ – এর বর্ষবরণ বালুরঘাটের ‘ কথক ‘ সঞ্চালক ও বাচিক শিল্পীদের একটি সংস্থা। তারা এবার বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রথমবার আত্রেয়ী নদীর পাড়ে। ডাঙ্গী সীমান্তে কথা, কবিতা, আবৃত্তি তে ১৪২৯ কে স্বাগত জানালো ” কথক” পরিবারের সদস্য, সদস্যারা।
প্রথমে তুহিন শুভ্র মন্ডল স্বরচিত ‘ পয়লা বৈশাখ ‘ পাঠ করলেন। তারপররবীন্দ্রনাথ ঠাকুরের “হঠাৎ দেখা” — আবৃত্তিতে শ্যাম সাহা, ‘ছিন্নসংযোগ’- স্বরচিত কবিতা পাঠ করেন শুভ্র চক্রবর্তী , তুহিন শুভ্র মন্ডলের লেখা ‘ ‘ এসো হে বৈশাখ ‘ কবিতা আবৃত্তি করে ক্ষুদে তনুশিয়া মন্ডল, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা ‘ তিন পাহাড়ের স্বপ্ন ‘ পাঠ করেন স্বাতী সরকার,’হিমা’ – কবিতা পাঠে রাকেশ ,দীধিতি চক্রবর্তীর লেখা “পরিক্রমন” -পাঠে রুমা মিশ্র, নির্ঝরের স্বপ্নভঙ্গ- রবীন্দ্রনাথ ঠাকুর – আবৃত্তিতে নন্দিতা দাস, সুকুমার রায়ের ‘ বর্ষ গেলো বর্ষ এলো ‘ পাঠ করলেন চন্দ্রাবলী পাল, কবি শঙ্খ ঘোষের ‘ মিথ্যে কথা ‘ পাঠ করলেন ঝন্টু হালদার।
বাঙালির সংস্কৃতির শিকড়ে ফেরার আহ্বান জানিয়ে শেষ হয় কথকের বর্ষবরণ।