বালুরঘাটে লোক নাট্য সন্ধ্যা শপথ ও বুনিয়াদপুর সহচলী নাট্য একাডেমির
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
কোভিদ পরবর্তী পৃথিবীতে আবার নতুন করে নাট্য মঞ্চায়ন শুরু হয়েছে। দুটো নাট্য দল একসঙ্গে যৌথ ভাবে নাট্য সন্ধ্যার আয়োজন করতে দেখা যায়না। সেই দিক থেকে উদাহরণ তৈরি করলো ভারতীয় গণনাট্য সংঘ শপথ শাখা বালুরঘাট এবং বুনিয়াদপুরের সহচলী নাট্য একাডেমী।
লোক নাট্য সন্ধ্যার উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার লোকসংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। বকুল বৃক্ষ শিশুর শিকড়ে জল সিঞ্চন করে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের সময় এছাড়াও ছিলেন বিশিষ্ট নাট্য নির্দেশক ও অভিনেতা হারান মজুমদার, বুনিয়াদপুর সহচলী নাট্য একাডেমির সভাপতি সংগীতশিল্পী ধ্রুব মুখার্জী, অধ্যাপক গৌতম সরকার, নির্দেশক – অভিনেতা ব্রতজিত সাহা, নাট্য কর্মী ও নির্দেশক তুহিন শুভ্র মন্ডল। প্রকাশিত হয় বুনিয়াদপুর সহচলী নাট্য একাডেমির নাট্যপত্র প্রকাশিত হয়। এরপর উদ্বোধক ড.মোস্তাফিজুর রহমান ‘লোকসংস্কৃতি , জীবন ও নাটক ‘ নিয়ে আলোচনা করেন।
এরপর শপথ, বালুরঘাটের
মঞ্চসফল নাট্য ‘ অন্য ঝুমুর ‘ পরিবেশিত হয় । মূল নাটক শৈলেশ গুহ নিয়োগীর। সম্পাদনা ও নির্দেশনায় হারান মজুমদার। এতে অভিনয় করেন হারান মজুমদার, তুহিন শুভ্র মন্ডল, শুভ্রশিখর মজুমদার, প্রদীপ্তা চক্রবর্তী, সন্তু রায়, পলাশ মন্ডল, গগন ঘোষ, শান্তনু মুখার্জী প্রমুখ।
এরপর দ্বিতীয় নাট্য বুনিয়াদপুর সহচলী নাট্য একাডেমির পক্ষে পরিবেশিত হয় হাবিব তানভীর – এর বিখ্যাত নাটক চরণদাস চোর। স্থানীয় রাজবংশী ভাষায় একে অনুবাদ করেন লোক শিল্পী নিমাই সরকার। সম্পাদনা ও নির্দেশনা ব্রতজিত সাহা। তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেন। রানীর চরিত্রে অভিনয় করেন কেয়া সরকার। সংস্থার সভাপতি ও সংগীতশিল্পী ধ্রুব মুখার্জী নাটকে অংশ নেন সঙ্গীতের মাধ্যমে।
দুই নাট্যদলের পক্ষে অন্যতম উদ্যোক্তা তুহিন শুভ্র মন্ডল এবং গৌতম সরকার বলেন ‘ নাটকের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই আয়োজন। লোক – সংস্কৃতি আমাদের জীবন। সেই কথাও আরও একবার সামনে এলো ‘।
বালুরঘাটে লোক নাট্য সন্ধ্যা শপথ ও বুনিয়াদপুর সহচলী নাট্য একাডেমির
Read Time:3 Minute, 25 Second
Advertisements