অভিজিৎ পাল
ভাঙনের দিন, আলোর গান, উৎসবের থার্ডআই নিয়ে যখন আমরা খুঁজে চলি কোকিলের স্বর, গায়কের স্বপ্ন, প্রতিক্রিয়াশীল সমাজ তখন “মন আমার” এর মতন গানের জন্ম হয়… বাংলার ফকির কবে একতারা হাতে মেঠোপথ ধরে রাস্তায় নেমেছিল জানি না… তবে হ্যাঁ, নেমে তো ছিলোই নইলে এতো এতো গানের কিভাবে জন্ম হতো বলুন !! আমার মনে হয় কৌশিক’ও একদিন এই পথেই হেঁটেছিলো বা এখনও হেঁটে বেড়ায় অন্তরে অন্তরে.. নইলে এমন মাটির গানের জন্ম দেয়া সহজ ব্যাপার নয়…
রাস্তায় একদিন সব্বাই কে’ই নামতে হয় ধুলো মাখতে’ই হয় দলছুট হতে’ই হয়… জীবনের গান তো সব্বাই পায় না !! কেউ কেউ পায়…. তখনই তা হৃদয় ছুঁয়ে যায়… তখন সে মশাল হয়ে যায়….
“পৃথিবী” আর “কৌশিক “কোথায় আলাদা??
লাখ টাকার প্রশ্ন…
আমার মনে হয় ঐ কৌশিকের চোখের কালো চশমাটা, পৃথিবীর আর বোহেমিয়ানটাই আসলে কৌশিক…
ভাগ্যিস তোর দলবল খাতাটা খুঁজে পেয়েছিলো নইলে আমরা একটা অধ্যায় হারাতাম..
“মন আমার” শুধু মাত্র একটা ফোকগান নয় এক বাউলের বাউন্ডুলে একতারা আমার কাছে….
অঙ্ক কষে ভাগ বিয়োগে হয়তো হিসেব মেলানো যায় কিন্তু জীবন তো কোন অঙ্ক নয় আলোর মতোই নেভে জ্বলে আজীবন.. ফুরানোর গল্পেরা জোট বেঁধে হয় গান.. কৌশিক সেই কস্তুরীর খোঁজ পেয়েছে যা জীবনদায়ক যা অপ্রতিহত..
“মন আমার” চলমান পৃথিবী’র মিউজিক্যাল এলবাম. মানে এই জার্নির রসদ বলতে কৌশিকের পুরানো ডায়রি’র পাতা, খোলা অক্ষর, মাটির সুর আর খুঁজে চলা নিরন্তর নিজেকেই…মনোরম ভিডিও বানিয়েছেন প্রসেনজিৎ কোলে…