by PIB Kolkata
কলকাতা, ২৬শে এপ্রিল, ২০২২
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইন্সট্রাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া এবং ই-মেল ও এসএমএস- এর মাধ্যমে বেশ কিছু ইউআরএল এবং ওয়েবসাইট – এর বিষয়ে প্রচার করা হচ্ছে। এইসব মেসেজে দাবি করা হয়েছে যে, কিছু সমীক্ষা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে সরকারের ভর্তুকি দেওয়া হবে। এক্ষেত্রে ভারতীয় ডাকবিভাগের নাম ব্যবহার করা হচ্ছে বলে ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাকের নজরে এসেছে।
ভারতীয় ডাকবিভাগ দেশের নাগরিকদের স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনও ভর্তুকি প্রদান, বোনাস বা পুরস্কার-ভিত্তিক সমীক্ষা চালানো তাদের কাজ নয়। কেউ যদি এ ধরনের কোনও মেসেজ পেয়ে থাকেন, তা হলে সেটিকে ভুয়ো মেসেজ বলে বিবেচনা করবেন এবং কোনও ব্যক্তিগত তথ্য ঐ ওয়েবসাইটে দেবেন না। এছাড়াও, জন্ম তারিখ, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, জন্মস্থান বা ওটিপি চাইলে তা না দেবার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় ডাক ইতিমধ্যেই এ ধরনের ইউআরএল বা লিঙ্ক বা ওয়েবসাইটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে।