কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা
হিলি: ২৮.০৪.২০২২ । হিলি ব্লক গ্রামীণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং হিলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে হিলি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আজ কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা। বেলা এগারোটা থেকে এই অভিনব কর্মসূচি শুরু হয় । এই স্বাস্থ্যমেলায় ছিল মোট ছয়টি স্টল। কোথাও রক্ত পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, কোথাও আবার অ্যাডলেসেন্স কিশোর কিশোরীদের জন্য কাউন্সেলিং এর আয়োজন। আজকের এই মেলায় বক্তব্য রাখেন ড. ওঙ্কার নাথ মন্ডল জেলা স্বাস্থ্য বিভাগ। বাল্য বিবাহ প্রতিরোধ করার উপর একটি পথ নাটিকা প্রদর্শিত হয়। বালুরঘাট নাট্যতীর্থ পরিবেশিত এই নাটক উপস্থিত কিশোর-কিশোরীদের ভীষণ আপ্লুত করেছে। হিলি ব্লকের বিভিন্ন স্কুল থেকে কন্যাশ্রী ক্লাবের সদস্যসহ বিভিন্ন কিশোর কিশোরীগণ আজকের এই স্বাস্থ্যমেলায় অংশগ্রহণ করেন। আজকের এই স্বাস্থ্য মেলার মূল আয়োজক হিলি ব্লক স্বাস্থ্য আধিকারিক রুদ্রাংশু মজুমদার বলেন, তিনি জেলায় এই ধরনের একটি অভিনব উদ্যোগ প্রথম গ্রহণ করতে পেরে এবং সকলের ঐকান্তিক সহযোগিতা পেয়ে ভীষণ খুশি। আজকের এই স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন বিল্লমঙ্গল সাহা, ডি এস পি ট্রাফিক দক্ষিণ দিনাজপুর, অমিত দেব মণ্ডল, বিডিও হিলি ব্লক, গণেশ শর্মা আই সি হিলি থানা, স্বামী দিবাকরানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্ঘ বিশিষ্ট সমাজসেবী ও বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস, হিলি কলেজের অধ্যক্ষ নর্বু শেরপা, সমাজকর্মী সূরজ দাশ সহ আরো অনেকে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করার জন্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ খুব খুশি।
আজকের এই স্বাস্থ্যমেলায় উপস্থিত ছিলেন –
ডা. ওঙ্কার নাথ মন্ডল, এ সি এম ও এইচ, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট
মাননীয় বিল্লমঙ্গল সাহা, ডি এস পি ট্রাফিক দক্ষিণ দিনাজপুর,
অমিত দেব মণ্ডল, বিডিও হিলি ব্লক,
শুভঙ্কর মাহাত, সভাপতি, হিলি পঞ্চায়েত সমিতি
গণেশ শর্মা আই সি হিলি থানা,
প্রীতম সিং, ওসি হিলি থানা
জয়েন্ট বিডিও নিশাদ আহমেদ, হিলি ব্লক
আকাশ সাহা, এডিএ, হিলি ব্লক
বি এল এল আর ও হিলি ব্লক
স্বামী দিবাকরানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্ঘ, তিওড় শাখা
বিশিষ্ট সমাজসেবী ও বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস,
হিলি কলেজের অধ্যক্ষ নর্বু শেরপা,
সুলেখা চক্রবর্তী, প্রধান শিক্ষিকা তিওড় সর্বেস্বর বালিকা বিদ্যালয়
বিএসএফ এর আধিকারিকবৃন্দ,
জীতেশ দেবনাথ, কো অর্ডিনেটর সা, হিলি,
সূরজ দাশ, সম্পাদক উজ্জীবন সোসাইটি সহ আরো অনেকে। উল্লেখ্য: আজকের এই মেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নওপাড়া তিওড় সমাজ কল্যাণ সমিতি, উজ্জীবন সোসাইটি, নবদিগন্ত, সূর্যোদয়, আপনজন সহ আরো অন্যান্য সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করেন। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করার জন্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ ভীষণ খুশি হয়েছেন।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন মাননীয় সোমেন সমাজদার মহাশয় ।
আজকের এই স্বাস্থ্য মেলার মূল আয়োজক হিলি ব্লক স্বাস্থ্য আধিকারিক মাননীয় ডা. রুদ্রাংশু মজুমদার মহাশয় এবং তার সকল স্বাস্থ্যকর্মীবৃন্দ ।