
লাল সেলাম, তোমাকে সেলাম?
সুমন মুন্সী
লাল সেলাম, তোমাকে সেলাম?
লাল পতাকা পায়না সেলাম,
নীল পতাকার রাজ,
গেরুয়া সেথা দুয়োরানী,
শুধুই গোঁসা করেন মহারাজ।
শ্রমিক দিবস পায়না গুরুত্ব,
আজ আর কারো কাছে,
কলকারখানার বন্ধ দরজা,
শুধুই দীর্ঘশ্বাস ছারে।
সিঙ্গুর গেলো, হিন্দমোটর নেই,
জেসপ হলো জঙ্গল,
ডানলপে চাকা ঘোরে না,
হাহাকারই শুধুই সম্বল।
বামপন্থা বা ডানপন্থা কিম্বা ধান্দাবাজ,
দেশ থেকে দূর হটে যাও সবে আজ ,
শ্রমিকের ঘামের গঙ্গায় তোমাদের পাপ মোছে,
জীবন যুদ্ধে, রঙের যুদ্ধে রোজই শ্রমিক মরে।
শ্রমদিবসের নেইক রং, বোঝে সে কোন বেকুব,
লক্ষ বছর আগেও ছিল, শ্রমিকের সেই করুন মুখ,
তখন কি রঙের ফাঁদে ধরা পড়েছিল সে ?
তাকিয়ে দেখো তাজমহলে, ইলোরার কিংবা রোমান দেশে,
সব ইতিহাস দাঁড়িয়ে আছে শ্রমিকের কবরের পাশে ।
লৌহ মানব বিশাল মূর্তি জগৎ জোড়া খ্যাতি,
তাঁর চরণ তলে শ্রমিকের শ্রমেই জ্বলে বাতি ।
আত্মনির্ভর জাতি চাই, বিশ্বজোড়া খ্যাতি,
রাজা তোমার দেশে ভুখা থাকে কেন জাতি?
এস আবার শাপত করি আকাশ সাক্ষী রেখে,
মেহনতী হাত মুঠো ধরুক শক্ত করে,
দেশ গড়াতে হাত লাগাতে লজ্জা পাবনা কেউ,
রং দেখে নয়, মানুষ দেখে বোতাম এবার টেপ ।
মে দিবসে সকল শ্রমিক তোমাদের করি প্রণাম,
কৃষক ভাইয়ের সাথে মিলে রাখলে এই ভাইয়ের মান ।