চলতি বছরের এপ্রিল মাসে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্টন না হওয়ার বিষয়ে স্পষ্টীকরণ
By PIB Kolkata
নতুন দিল্লি, ৪ মে, ২০২২
চলতি বছরের এপ্রিল মাসে প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্টন না হওয়ার বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে তথ্য প্রকাশ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ।
মাসিক পেনশন পেতে সমস্ত পেনশনভোগীদের তাদের বার্ষিক পরিচয় প্রমাণ হিসেবে একটি জীবন শংসাপত্র জমা দিতে হয় ।মন্ত্রক জানিয়েছে,এটি সাধারণত ২০২১ সালের নভেম্বর মাসে পেনশন বন্টনকারী সংস্থা হিসেবে সমস্ত ব্যাঙ্ক এই কাজ করে থাকে । কিন্তু কোভিড পরিস্থিতির কারণে শংসাপত্র জমা দেওয়ার সময়সীমা ২০২২ সালের ৩১-শে মার্চ পর্যন্ত বাড়ানো হয় ।
মন্ত্রক জানিয়েছে এসপিএআরএসএইচ(স্পর্শ)-এর মাধ্যমে চলতি বছরের ৩১-শে মার্চের মধ্যে ৫ লক্ষ পেনশন ভোগীকে মাসিক পেনশন দেওয়া হয়েছে । চলতি বছরের এপ্রিল মাসের পেনশন দেওয়ার প্রক্রিয়া চলছে ।তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৩.৩ লক্ষ পেনশন ভোগী বার্ষিক এই শংসাপত্র জমা দেন নি । তাদের তালিকা সব পেনশন বন্টনকারী ব্যাঙ্কগুলিকে দেওয়া হয় । ফলস্বরূপ ২৫-শে এপ্রিল পর্যন্ত ২.৬৫ লক্ষেরও বেশি পেনশন ভোগীর তথ্য জমা পড়ে । এই সকল পেনশনভোগী খুব শীঘ্রই পেনশন পাবেন । তবে, এখনও পর্যন্ত ব্যাঙ্কগুলিতে ৫৮,২৭৫ জন পেনশনভোগীর শংসাপত্র জমা পড়ে নি। তাই এই সকল পেনশন ভোগীদের ৩০শে এপ্রিলের মধ্যে কোনো পেনশন দেওয়া সম্ভব হয়নি । উল্লেখ্য, চলতি বছরের ২৫-শে মে পর্যন্ত এই ৫৮,২৭৫ জন পেনশনভোগীকে জীবন শংসাপত্র জমা দেওয়ার জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে ।
অবসরপ্রাপ্ত যেসকল পেনশন ভোগী, এখনও জীবন শংসাপত্র জমা দেননি, তাদের নিটকতম সিএসসি (https://findmycsc.nic.in/) –এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে । উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রক একাধিক প্রক্রিয়া ও পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা এবং দক্ষতা আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন যথা সময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে । পাশাপাশি ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছে মন্ত্রক।