ভারতে চিপ ডিজানিং-এর ক্ষেত্রে সহজ ব্যবস্থা
By PIB Kolkata
নতুন দিল্লি, ৪ মে, ২০২২
দেশের যে কোন জায়গায়, যে কেউ যাতে সহজাত দক্ষতার মাধ্যমে সেমি কন্ডাক্টর চিপ ডিজাইন করতে পারে, তার জন্য উদ্যোগ নিয়েছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক । মন্ত্রকের ক্রমবর্ধমান ও একাধিক সক্রিয় পদক্ষেপের দরুণ সারা দেশে ১২০টি প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে সেমি কন্ডাক্টর ডিজাইন পদ্ধতি নিয়ে কাজ চলছে । এই প্রক্রিয়ার মাধ্যমে চিপ ডিজাইনকে আরো সহজ করা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে মেক ইন ইন্ডিয়ার মতো ‘ডিজাইন ইন ইন্ডিয়া’ সমান গুরুত্ব লাভ করেছে ।
চিপ ডিজাইনকে একটি কৌশলগত প্রয়োজনীয়তা হিসেবে বোঝার জন্য মন্ত্রক ২০২১ সালের শুরুতে স্পেশাল ম্যান পাওয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর চিপ টু সিস্টেম ডিজাইন (এসএমডিপি-সি২এসডি) -এর আওতায় সফলভাবে এক পরীক্ষা চালায় ।
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ‘চিপ টু স্টার্ট আপ’ কর্মসূচি এবং সেমি কন্ডাক্টর নীতির ক্ষেত্রে ভারতকে একটি সেমি কন্ডাক্টর হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন । সেমিকন ইন্ডিয়া ২০২২-এর ভাষণে তিনি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনা এবং প্রতিভার ভান্ডার সম্পর্কে বক্তব্য তুলে ধরেন । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতে চিপ ডিজাইনিং-কে আরও সহজ করা হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর দেশের সেমি কন্ডাক্টর ইকো ব্যবস্থাপনা ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি সহ মন্ত্রকের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন ।