টিউলিপ ইন্সটিটিউট অফ চাইল্ড কেয়ারের পক্ষ থেকে আয়োজিত হলো রবি প্রণাম
নীলাদ্রিশেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম জয়ন্তী সাড়ম্বরে পালিত হল বালুরঘাটের টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে।
গত ইংরেজী ৯ই মে, বালুরঘাট নাট্যতীর্থ মন্মথ মঞ্চে ক্ষুদে শিক্ষার্থীদের নাচ,গান,আবৃত্তি, গীতিনাট্য পরিবেশনের মাধ্যমে করোনা পরবর্তী সময়ে এক অনন্য সন্ধ্যার স্বাক্ষী রইল বালুরঘাটবাসী।
অনুষ্ঠানে অনন্য মাত্রা যুক্ত হয় বালুরঘাট কথাকাঙিক নাট্য শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নাচ এর দ্বারা। দিনের শেষে দর্শকদের চর্চিত বিষয়বস্তু হিসেবে উঠে আসে প্রকৃতির ছয় ঋতুর ঋতুরঙ্গের সঙ্গে রাবীন্দ্রিক যোগ দিয়ে গীতিনাট্য অনুষ্ঠান।শিশুদের অভিনয় দর্শকদের মন জয় করতে সক্ষম হয়।
প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিন দিনাজপুর জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট শ্রী রাহুল দে মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান শ্রী অশোক মিত্র মহাশয়, ভাইস চেয়ারম্যান শ্রীমতি প্রদীপ্তা চক্রবর্ত্তী মহাশয়, শিক্ষা দপ্তরের স্কুল ইন্সপেক্টর শ্রী বিজয় আশীষ ঘটক মহাশয়,বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সৃজিত সাহা মহাশয় সহ বহু বিশিস্ট গুণীজন।
টিউলিপ ইনস্টিটিউট এর সেন্টার কো অর্ডিনেটর শ্রীমতি শুভশ্রী অধিকারী সবাইকে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনা পরবর্তী সময়ে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে শিশু শিক্ষার্থীদের বাঁধ ভাঙা আনন্দ ও কলতানে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
