দক্ষিণ ও উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হলো গম্ভীরা গানের কর্মশালা। বালুরঘাটে ‘ পরিবেশ ও আমরা ‘ এবং রায়গঞ্জে উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটি আয়োজন করেছিল এই কর্মশালা। ফতেপুর গম্ভীরা দলের শিল্পীরা এই কর্মশালায় ছিলেন প্রধান পরিবেশনকারী গম্ভীরা দল।
রায়গঞ্জে বিজয়া ভবনে এই কর্মশালায় ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. দুর্লভ সরকার,অধ্যাপক সুকুমার বাড়ই, সমাজকর্মী অঞ্জন রায়, কবি যাদব চৌধুরী পরিচালক বাবলু মন্ডল ও অন্য শিল্পী বন্ধুরা, উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষে বিজয় সরকার, গোলাপ সিংহ প্রমুখ।
দক্ষিণ দিনাজপুর জেলাতে এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা। ছিলেন বালুরঘাট কলেজে বাংলা বিভাগের অধ্যাপিকা শেফালী মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, তুহিন শুভ্র মন্ডল, সন্জয় কর্মকার, সহ অন্যান্যরা। ছিলেন গম্ভীরা শিল্পী বাবলু মন্ডল।
এদিন জেলা প্রেস ক্লাবে এই কর্মশালার আয়োজন করেছিল পরিবেশ ও আমরা। এ সম্পর্কে সংস্কৃতিপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, “দলবদ্ধ ভাবে গাওয়া বর্ণনাধর্মী এই গানের উৎসে রয়েছে মালদা ও চাঁপাইনবাবগঞ্জ। আমাদের শেকড়ের অন্বেষণেও সাংস্কৃতিক মেলবন্ধনে এই প্রয়াস। থাকতে পেরে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে যাবতীয় সহযোগিতার মনোভাব রাখছি।”