ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১৯২.২৮ কোটিরও বেশি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে
১২-১৪ বছর বয়সীদের ৩.২৮ কোটির বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪,৯৫৫
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২৬
আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৮.৭৫ শতাংশ
সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার বর্তমানে রয়েছে ০.৫০ শতাংশ
By PIB Kolkata
নতুন দিল্লি, ২২ মে, ২০২২
সারাদেশে এ পর্যন্ত ১৯২.২৮ কোটির বেশি মানুষকে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১৯২ কোটি ২৮ লক্ষ ৬৬ হাজার ৫২৪ জনকে টিকা প্রদান করা হয়েছে। মোট ২,৪২,০৬,৫৩৭ টি সেশনের মাধ্যমে এই টিকা প্রদান করা হয়েছে।
ভারতে ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ অভিযান শুরু হয়েছে ২০২২ সালের ১৬ মার্চ থেকে। এ পর্যন্ত মোট ৩,২৮,৫৬,৬৬৯ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর পাশাপাশি ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য প্রিকসান ডোজ শুরু হয়েছে ২০২২ সালের ১০ এপ্রিল থেকে।
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৪ লক্ষ ০৬ হাজার ৫১২ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ০০ লক্ষ ৩৪ হাজার ৩০৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন ৫১ লক্ষ ০৬ হাজার ৭৬৬।
অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৪ লক্ষ ১৮ হাজার ২১২ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৭৫ লক্ষ ৭৩ হাজার ৭০৯ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন ৮৩ লক্ষ, ৮৬ হাজার ২২৬ জন।
আবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি,২৮ লক্ষ, ৫৬ হাজার ৬৬৯ জন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি, ৪০ লক্ষ, ২৮ হাজার ৫৫০ জন।
অন্যদিকে, ১৫-১৮ বছর বয়সী প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৯১ লক্ষ ৮৪ হাজার ১৬১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪৭ লক্ষ ৯৭ হাজার ৯৩৫ জন।
একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৫৫ কোটি ৬৮ লক্ষ ৪৮ হাজার ০৫০ জন প্রথম ডোজ এবং ৪৮ কোটি ৭১ লক্ষ ৫২ হাজার ৮১৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন ৫ লক্ষ, ৮৫ হাজার ৫৪৫ জন।
অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ২০ কোটি ৩১ লক্ষ ৯৪ হাজার ৯৩৯ জন প্রথম ডোজ এবং ১৯ কোটি ০১ লক্ষ ৯৬ হাজার ৭৯৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন
১১ লক্ষ ৭৪ হাজার ১৪২ জন।
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১২ কোটি ৭০ লক্ষ ৫২ হাজার ৩৪৮ জন প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি ৮৫ লক্ষ ৮৬ হাজার ৮৩৫ জন।
প্রিকসান ডোজ পেয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮২ হাজার ০১০।
মোট প্রিকসান ডোজ পেয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৩৪ হাজার ৬৮৯।
অন্যদিকে, মোট ১৯২ কোটি ২৮ লক্ষ ৬৬ হাজার ৫২৪ জন টিকার ডোজ পেয়েছেন।
ভারতের সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ হাজার ৯৫৫। যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ২ হাজার ২০২ জন রোগী আরোগ্য লাভ করেছেন। আরোগ্যের হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ।
করোনা জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৪ কোটি, ২৫ লক্ষ, ৯৭ হাজার ০০৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ২২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ৪ লক্ষ ৪২ হাজার ৬৮১ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৮৪ কোটি ৬৭ লক্ষ (৮৪ কোটি ৬৭ লক্ষ ৯৭ হাজার ৪১৪) নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৫০ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার ০.৫০ শতাংশে রয়েছে।