আমাদের দেশে অলিম্পিক মুভমেন্ট আরও শক্তিশালী করার দিকে আমি তাকিয়ে রয়েছি : নীতা আম্বানি
~ভারতের প্রথম অলিম্পিক ভ্যালু এডুকেশন প্রোগ্রাম আজ চালু হল ওড়িশায় আসন্ন আইওসি 2023 সেশনের আগে ~
আইওসি সদস্যা নীতা আম্বানি আজ ওড়িশায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা (আইওসি) ভারতের প্রথম ‘অলিম্পিক ভ্যালুজ এডুকেশন প্রোগ্রাম’ (ওভিইপি) প্রবর্তনের প্রশংসা করলেন, ব্যাখ্যা করে বলেন যে ওভিইপি শিক্ষা ও ক্রীড়া – এই দুটির শক্তিকে একসূত্রে বেঁধেছে অলিম্পিজিমের মূল বোধকে সঞ্চারিত করতে। ওভিইপি হল সম্পদের বাস্তবিক গুচ্ছ যা রূপায়ণ করেছে আইওসি যুবপ্রজন্মের মধ্যে অলিম্পিকের উৎকর্ষ, শ্রদ্ধা ও বন্ধুত্ব বোধ ছড়িয়ে দিতে। এই প্রোগ্রামের লক্ষ্য হল এই মূল্য-ভিত্তিক কারিকুলাম ছড়িয়ে দেওয়া যা পড়ুয়াদের সক্রিয়, স্বাস্থ্যবান ও দায়িত্বপূর্ণ নাগরিক করে তুলতে সাহায্য করে। ভারতের অলিম্পিক মুভমেন্টে এটি মাইলফলক উদ্যোগ, ওভিইপি এসেছে আসন্ন মর্যাদাব্যঞ্জক আইওসি 2023 সেশনের প্রাক্-নির্মাণ রূপে।
এবছরের প্রথমদিকে, শ্রীমতী আম্বানি ভারত থেকে একটি ডেলিগেশনে নেতৃত্ব দিয়েছিলেন 2023-এ আইওসি সেশনের আয়োজকের দায়িত্ব পাওয়ার জন্য, যেখানে ভারত সর্বসম্মতভাবে এই অধিকার পায় 40 বছরের ব্যবধানে। ভারতে আইওসি সেশন সূচিত করেছে ভারতীয় ক্রীড়া ইতিহাসে একটি নতুন যুগ, দিয়েছে ভারতের শেষপর্যন্ত অলিম্পিক প্রার্থীদের প্রয়োজনীয় উৎসাহ দেশে একটি স্পোর্টস ইকোসিস্টেমের মধ্য দিয়ে যা যুবদের উৎসাহ দেবে ও সবল করবে তাদের ক্রীড়াদক্ষতা প্রকাশ এবং গোটা বিশ্বের সম্মান অর্জন করতে। শ্রীমতী আম্বানি বেশ কয়েকটি অলিম্পিক মুভমেন্ট কমিশন ও ওভিইপি-র অঙ্গ যা রয়েছে অলিম্পিক এডুকেশনের অধীনে যার হৃদয়ে রয়েছে বিশেষ করে শিশুদের মধ্যে অলিম্পিকের মূল বোধ সঞ্চার করা।
‘ভারত হল দুর্দান্ত সুযোগ ও অনন্ত সম্ভাবনার ভূমি’, বলেছেন আইওসি সদস্যা নীতা আম্বানি, ‘আমাদের বিদ্যালয়গুলিতে রয়েছে 250 মিলিয়নের বেশি শিশু, যারা প্রতিভা ও সম্ভাবনায় ঝলমল করছে। এরাই আগামীকালের চ্যাম্পিয়ন, আমাদের দেশের ভবিষ্যৎ। গোটা পৃথিবীর খুবই অল্পসংখ্যক শিশু অলিম্পিয়ান হতে পারে, কিন্তু প্রত্যেক শিশু পারে এবং অলিম্পিক মুভমেন্টের শক্তির স্পর্শ তাদের পাওয়া উচিত। এটাই ওভিইপি-র মিশন। এবং সেজন্যই এটা ভারতের জন্য বিশাল সুযোগ এনে দিয়েছে। আমরা আগামী বছর মুম্বাইয়ে আইওসি সেশন ২০২৩ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, আমি তাকিয়ে রয়েছি আমাদের দেশে অলিম্পিক মুভমেন্ট আরও শক্তিশালী করার দিকে।’
সরকারিভাবে ওভিইপি চালু করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, আইওসি সদস্যা নীতা আম্বানি, আইওসি এডুকেশন কমিশন চেয়ার মিকাএলা কোজুয়ানংকো জাওরস্কি, অলিম্পিয়ান তথা আইওসি অ্যাথলেটস কমিশনের সদস্য অভিনব বিন্দ্রা ও ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রেসিডেন্ট নরিন্দর বাটরা। ওভিইপি ওড়িশায় বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক করবে। এই কর্মসূচির উন্নয়ন ঘটানো হবে ওড়িশা সরকারের বিদ্যালয় ও গণ শিক্ষা বিভাগ এবং অভিনব বিন্দ্রা ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে পার্টনারশিপে।
নীতা আম্বানি এইসঙ্গে ওড়িশা সরকার ধন্যবাদ জানান ভারতের অলিম্পিক স্বপ্ন ও তৃণমূল স্তরে উন্নয়নের ক্ষেত্রে তাদের ধারাবাহিক সহায়তার জন্য। তিনি বলেন, ‘শ্রী পট্টনায়েক জি-র দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের অধীনে বর্ধিত লগ্নি ও উৎসর্গিত প্রচেষ্টায় ওড়িশা হয়ে উঠেছে ভারতের ক্রীড়াক্ষেত্রের আকাঙ্ক্ষিত হাব। এই রাজ্য সক্রিয়ভাবে খেলাধুলার জন্য সৃষ্টি করেছে দারুণ ইকোসিস্টেম যা আমাদের যুব অ্যাথলিটদের উচ্চমানের প্রশিক্ষণ ও পরিকাঠামো প্রদান করে।’
উল্লেখ্য, ওড়িশা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে রিলায়েন্স ফাউন্ডেশন, ওড়িশা রিলায়েন্স ফাউন্ডেশন অ্যাথলেটিক্স হাই-পারফরম্যান্স সেন্টারের (এইচপিসি) জন্য। এইচপিসি থেকে দুজন রিলায়েন্স ফাউন্ডেশন অ্যাথলিট – জ্যোতি ইয়ারাজি ও অম্লান বরগোহাঁই গত মাসে আন্তর্জাতিক অ্যাথলিট ইভেন্টে জাতীয় রেকর্ড ভঙ্গ করেছে এবং ঝোলায় পুরেছে বেশ কয়েকটি পদক। জ্যোতি রয়েছে স্বপ্নের দৌড়ে, প্রথমে ভেঙেছে 19 বছরের পুরনো জাতীয় রেকর্ড এবং তারপর নিজের রেকর্ড উন্নত করেছে পরবর্তী ইভেন্টে। এই সূত্রে, জ্যোতি অর্জন করেছে কমনওয়েলথ গেমসের জন্য এএফআই কোয়ালিফিকেশন, যা ভারতীয় খেলাধুলা নিরাপদ হাতে রয়েছে সূচিত করে।
ওভিইপি-ওড়িশা প্রোগ্রাম সম্পর্কে : ওভিইপি-ভিত্তিক প্রকল্প ও ক্রিয়াকলাপ জড়বৎ জীবনশৈলী, মনোযোগের অভাব ও স্কুলছুট কিশোরদের বিশ্বব্যাপী সমস্যা সমাধানে সাহায্য করে। রিসোর্স ও স্কুলকিট এমনভাবে রূপায়ণ করা হয়েছে যাতে যুবরা উপভোগ করে এবং শারীরিক ক্রিয়াকলাপ থেকে শিখতে পারে ও আজীবনের সামাজিক, বৌদ্ধিক ও শারীরিক দক্ষতা অর্জন করতে পারে। এর প্রথম বছরে, এই প্রোগ্রামের লক্ষ্য হল ভুবনেশ্বর ও রৌরকেলা শহরের 90 স্কুলে পাঠরত 32,000 পড়ুয়াকে আওতায় আনা, একবার এটি পূর্ণমাত্রায় শুরু হওয়ার পর পৌঁছবে প্রায় 7 মিলিয়ন শিশুর কাছে। ওড়িশা ইচ্ছে প্রকাশ করেছে সব স্কুল ও উচ্চতর শিক্ষা সংস্থায় ধাপে ধাপে ওভিইপি গ্রহণ করবে, এইসূত্রে সবল হয়ে উঠবে এর তরুণ প্রজন্ম এবং অলিম্পিক মূল্যবোধ নিজের জীবনে সঞ্চারিত করতে পারবে।
আইওসি-র পক্ষে ওভিইপি প্রোগ্রামকে নেতৃত্ব দেয় অলিম্পিক ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড হেরিটেজ (olympics.com), তারা ওড়িশা রাজ্য মনোনীত ‘মাস্টার ট্রেনারদের’ জন্য প্রশিক্ষণ শিবির আয়োজন করবে, এবিএফটি থেকে প্রশিক্ষকরা থাকবে এখানে, যারা এই প্রোগ্রাম কিক-স্টার্ট করবে রাজ্যের আট থেকে দশটি স্কুলের ফোকাস গ্রুপের সঙ্গে। স্কুল প্রিন্সিপাল, ক্রীড়া কর্মকর্তা ও এই প্রজেক্টে জড়িত অন্যান্য কোর গ্রুপ মেম্বারদের জন্য আয়োজন করা হবে ওরিয়েন্টাল সেশন।
অলিম্পিক ভ্যালুজ এডুকেশন প্রোগ্রাম : অলিম্পিক ভ্যালুজ এডুকেশন প্রোগ্রাম হল আইওসি দ্বারা সৃষ্ট একগুচ্ছ ফ্রি ও অ্যাকসেসযোগ্য শিক্ষা সম্পদ, যা অলিম্পিক স্পোর্টস ও অলিম্পিজিমের মূল নীতির প্রেক্ষিত ব্যবহার করে পাঠক্রমের কর্মসূচির পরিপূরক। অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয় মূল্যবোধ-ভিত্তিক শিক্ষণে অভিজ্ঞ হতে এবং সচেতন নাগরিকের দায়িত্ব অনুমান করতে। ওভিইপি খেলাধুলা ও শারীরিক ক্রিয়াকলাপের দীর্ঘকালীন সুবিধা প্রসার করে অলিম্পিজমের উপলদ্ধি ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এবং এর প্রভাব পড়ে ব্যক্তির স্বাস্থ্য, উপভোগ ও সামাজিক মেলামেশায়। https://olympics.com/ioc/education/olympic-values-education-programme
Watch here, Mrs. Nita Ambani’s video message on the launch