শেখের বেটী তোমায় সেলাম
সুমন মুন্সী
শেখ সাহেবের নয়ন মণি, বাংলাদেশের দিদিমণি,
কামাল করলে জগৎ মাঝে,পদ্মার দুকূল জুড়ে।
পদ্মার ভাঙ্গন আর চরের খেলার মাঝে,
বিশ্ব জুড়ে আজ বাংলার ডঙ্কা বাজে।
ছোট্ট সোনার দেশটি যখন চোখের জলে ভাবছে,
পদ্মাসেতু সেকি আর তৈরী কোনোদিন হবে?
বিশ্বব্যাংকের প্রত্যাখ্যান আর অন্য দেশের বাধা,
সব কিছু কে আজ পিছে ফেলে,
শুধুই বাংলা মায়ের জয়গাথা ।
বঙ্গবন্ধু সেলাম তোমায়, এমন আদর্শ মেয়ে এক দিলেন,
মেয়েতো নয় বাঘিনী সে এক, প্রমান করেই ছাড়লেন।
বিশ্ব মাঝে হেসেছিলো যারা, আজকে দিচ্ছে তালি,
অংহকারে না ভুলে আজ এস আবার সোনার বাংলাদেশ গড়ি।
হাসিনা মোদের গর্ব শুধু নয়, বঙ্গজননী আজ সে,
দিদির স্নেহে, মায়ের শাসনে দেশ গড়তে সে জানেন।
সেলাম নেবেন বাংলাদেশের সকল জনতা,
এপার বাংলা থেকে দিলাম পরম মমতা ।
নতুন সেতু আনুক বয়ে সুখ ও সমবৃদ্ধি,
ভারত, বাংলা দীর্ঘজীবি হোক মৈত্রী ।
শেখের বেটী তোমায় সেলাম
সুমন মুন্সী
শেখ সাহেবের নয়ন মণি, বাংলাদেশের দিদিমণি,
কামাল করলে জগৎ মাঝে,পদ্মার দুকূল জুড়ে।
পদ্মার ভাঙ্গন আর চরের খেলার মাঝে,
বিশ্ব জুড়ে আজ বাংলার ডঙ্কা বাজে।
ছোট্ট সোনার দেশটি যখন চোখের জলে ভাবছে,
পদ্মাসেতু সেকি আর তৈরী কোনোদিন হবে?
বিশ্বব্যাংকের প্রত্যাখ্যান আর অন্য দেশের বাধা,
সব কিছু কে আজ পিছে ফেলে,
শুধুই বাংলা মায়ের জয়গাথা ।
বঙ্গবন্ধু সেলাম তোমায়, এমন আদর্শ মেয়ে এক দিলেন,
মেয়েতো নয় বাঘিনী সে এক, প্রমান করেই ছাড়লেন।
বিশ্ব মাঝে হেসেছিলো যারা, আজকে দিচ্ছে তালি,
অংহকারে না ভুলে আজ এস আবার সোনার বাংলাদেশ গড়ি।
হাসিনা মোদের গর্ব শুধু নয়, বঙ্গজননী আজ সে,
দিদির স্নেহে, মায়ের শাসনে দেশ গড়তে সে জানেন।
সেলাম নেবেন বাংলাদেশের সকল জনতা,
এপার বাংলা থেকে দিলাম পরম মমতা ।
নতুন সেতু আনুক বয়ে সুখ ও সমবৃদ্ধি,
ভারত, বাংলা দীর্ঘজীবি হোক মৈত্রী ।
জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ কেটেছে আজকের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও নবীন প্রকৌশলীদের পড়াতে । আজ যখন দেখি সেই ছাত্রদের মাঝের থেকেই কয়েক জনের পরিশ্রম স্বার্থক করলো এ স্বপ্ন তখন আর এক শিক্ষকই বুঝবেন এ কিসের আনন্দ। আমার ছাত্র ছাত্রীরা দেশ গড়ার পিছনে তোমাদের সবার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান প্রয়োজন । যে যেদেশের নাগরিক তাঁকে দাও মায়ের সম্মান আর সকল নাগরিক হোক ভাতৃসম ।