
এনসিবি কলকাতা আন্তর্জাতিক মাদক সেবন এবং অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে সোচ্চার হল মেগা সাইকেল র্যালির মাধ্যমে
By PIB Kolkata
কলকাতা, ২৭ জুন, ২০২২
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদক সেবনের কুপ্রভাব সম্পর্কে জনমানসে চেতনা সৃষ্টির প্রয়াসে আন্তর্জাতিক মাদক এবং মাদক পাচার বিরোধী দিবসে রবিবার একটি মেগা সাইকেল র্যালির আয়োজন করে। এনসিবি-র পূর্বাঞ্চলের উপমহাধ্যক্ষ শ্রীমতী মনিকা এ বাত্রা নিউটাউনে অবস্থিত এনসিবি-র কলকাতা দপ্তর থেকে এই র্যালিটির উদ্বোধন করেন সকাল ৬.১৫ মিনিটে। র্যালিটি এনসিবি-র কলকাতা দপ্তরে ফিরে এলে অনুষ্ঠানটি শেষ হয়।
কেন্দ্র ও রাজ্যের বহু উচ্চপদস্থ আধিকারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


র্যালির আগে এনসিবি কলকাতা দপ্তর ‘নেশা সে আজাদি পাখওয়ারা’- সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ১২ জুন থেকে ২৬ জুন, ২০২২-এর মধ্যে। এই অনুষ্ঠান আয়োজনের বিষয়বস্তু ছিল ‘জনস্বাস্থ্যে মাদকের কুপ্রভাব এবং মানবিক প্রচার’।

উল্লেখ্য, এনসিবি, কলকাতা মাদক বিরোধী প্রচার চালানোর উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিদ্যালয়, কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালায়। এছাড়াও, বিভিন্ন পার্ক ও শপিংমলেও একইভাবে প্রচারাভিযান চালায় এই সংস্থা। পাশাপাশি, বেতার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সহযোগিতায় কলকাতার আশেপাশে মোবাইল প্রচার ছাড়াও বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে এনসিবি কলকাতা।