
এক প্রশ্ন কানাইলাল তোমার জন্য
সুমন মুন্সী
জিহাদিদের হাতে তুমি দিয়ে গেলে প্রাণ,
সমাজে মানুষের জীবনের থেকেও দামী ভোটের দান।
কফিনের বাক্সের ভোট যদি বিরিয়ানী হতো,
চেটেপুটে সারাদেশ তাই খেয়ে নিত।
নিরামিষ সাদামাটা তোমার রক্তে,
ছিল শুধু মানবতা নীরবে কাঁদতে ।
কত দেখি দরদে কাঁদে গোটা বিশ্ব,
ধরা যদি পরে কোনো জিহাদির বংশ ।
লজ্জা জাগেনা কোনো , নেই কোনো দাম,
অপমানে মোড়া থাকে কানাইয়ের বিধৱার মাঙ্গ।
জিহাদের ডাক দিলো যত জাহেরিলা ইনশান ,
বিভেদের রাজনীতি গান ধরে এক হোক ইনশান ।
মানুষে ইনশানে ভেদ যারা করে,
বান্দমাতারাম বলিতে সে কি আর পারে ?
নেতাজির মতো আর এলো নাতো কেউ,
নেতার ভেক ধরে ঘরে শুধু ফেউ ।
কানাইয়ের রক্তও লাল রঙের কি ছিল?
মৃত্যর পরেও রক্তেই সে কানাই, লাল হলো ।
ধিক তোদের মানবতা, ধিক তোদের কর্ম ,
মানুষের বেশে থাকে, শ্বাপদের ধর্ম ।
কি এমন দোষ, তুমি করেছিলে কানাই?
মসজিদে নয়, যেতে শুধু মন্দিরে তাই ?
শান্তির দূত এসে যদি পশে বসে এসে,
যেন চির শান্তি আছে শুধু, শ্মশানেই ।
সময় থাকতে সব , জেগে ওঠো আজ,
ঘরে ঘরে বিষধর বসে আছে আজ।
রক্ষা করিতে সমাজ এক জোট হয়ে,
প্রতিরোধ শপত নাও প্রতি সকালে।
আবার সুদিন আসবে যেন, সে বাড়িছে গোকুলে,
অধর্মের পরাজয় হবে ,সমূলে।
প্রতিবাদের ভাষা কোনো কুবুদ্ধিজীবী , লেহন প্রিয় মানুষের কর্ম নয়। কেন অজ্ঞাতকুলশীল সম্পর্কে শাস্ত্রে নিষেধ আছে, কেন ? উত্তর আজ কারো অজানা নয়, কেন রাজকর্মঃ করতে হলে রাজোচিত গুন্ প্রয়োজন তা জানতে হলে চাণক্য নীতি বা সমতুল শাস্ত্র পড়ুন। এই সমাজ আমরা নিজেদের জন্য তৈরী করেছি । আত্মহত্যার নিষ্ঠূর আনন্দে মেতে যখন সমাজ তখন বিষবৃক্ষ সম্পর্কে সাবধান হবার প্রয়োজন আছে ।
গুরু মেলে লক্ষ শিষ্য, মিলে এক –
অর্থাৎ যেকোনো অবতার, ধর্মগুরু ততটাই সম্মানিত হবেন, যতটা তাঁর শিষ্যরা শিক্ষিত ও মানুষের মতো মানুষ। তাই কোনধর্ম কেমন সম্মান পাবে অন্যের কাছে, তা অনুগামীদের হাতে, কোনো বিরোধী হাতে নয়। তাই আপনার আচরণই আপনার গুরু ও ধর্মের পরিচয়।
শেষ ৩০০০ বছরের ইতিহাসে দেখুন , শেষ ২০০০ বছর দেখুন শেষ ১৪০০ বছর দেখুন শেষ ৫০০ বছর দেখুন। উত্তর পেয়ে যাবেন কেন।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भव- ति भारत ।
अभ्युत्थान- मधर्मस्य तदात्मानं सृजाम्यहम्- ॥४-७॥
परित्राणाय- साधूनां विनाशाय च दुष्कृताम्- ।
धर्मसंस्था- पनार्थाय सम्भवामि युगे युगे ॥४-८॥
“Yada Yada hi Dharmasya” in Bengali font with Meaning
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজামহ্যম্।।৭।।
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।৮।।
অনুবাদঃ
হে ভারত! যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই।
তাই এই কথা মনে রাখুন
A holy statement says:
If anyone returns evil for good,
evil will never leave his house.!!!
তাই তো শ্রী কৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতায় বলেছেন :
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥ २-४७
এখন নিষ্কাম কর্ম চাই ধর্ম রাখার জন্য । আজ ডাক্তার ডে সকল ডাক্তারদের প্রণাম। মনে রাখবেন ডাক্তার বেশি মায়া মমতা দেখালে রোগীর মৃত্যু অনিবার্য্য। তাই ডাক্তার কে শক্ত হাতে চিকিৎসা করতে দিন। ডাক্তারদের হাত মজবুত করুন।