সহবাসের সাফল্য উদযাপন
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত ছবি সহবাসে। ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। পাশাপাশি সহবাসে-র চারটি গানও জনপ্রিয়তা পেয়েছে বিপুলভাবে। বিশেষ করে ‘একবার বলে দেখ’ গানটি সমাজ মাধ্যমে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। অভিনয়ে ফের দর্শকের হৃদয় জয় করে নিলেন ঈশা সাহা। নজর কেড়েছেন অনুভব কাঞ্জিলালও। যথারীতি অভিনয়ে মুগ্ধ করেছেন সায়নী ঘোষ, রাহুল অরুনোদয় ব্যানার্জি, শুভাশিস মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। সাম্প্রতিক সময়ে গ্রাম থেকে শহরে আসা দুটি শিক্ষিত ছেলে মেয়ের মূল্যবোধ, উচ্চাকাঙ্ক্ষা সেইসঙ্গে সাম্প্রতিক প্রজন্মের সঙ্গে সাবেক সমাজের সংঘাতকে কেন্দ্র করে তৈরি সহবাসের কাহিনিকার সুমনা কাঞ্জিলাল। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সুরকার সৌমরীত। সম্প্রতি সেক্টর ফাইভের এক রেস্তোরাঁয় ছবির সাফল্য উদযাপন করা হল। হাজির ছিলেন ছবির ছবির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। দিল্লি প্রবাসী, মঞ্চ জগতের মানুষ পরিচালক অঞ্জন কাঞ্জিলাল বলেন, ‘বিদেশের সাতটি চলচ্চিত্র উৎসব থেকে প্রায় দশটি পুরষ্কার জিতে নিয়েছে সহবাসে। কিন্তু যতক্ষণ না সাধারণ দর্শকরা ছবিটা দেখছেন, মনে শান্তি পাচ্ছিলাম না। করোনা, লকডাউন, নানা বিধি নিষেধের যাঁতাকলে পড়ে গিয়েছিলাম। এতদিনে নিজেকে ভারমুক্ত হলাম।‘ মোজোটেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি প্রদর্শিত হচ্ছে নন্দন সহ শহর ও শহরতলির একাধিক প্রেক্ষাগৃহে।