আইসিএআর – সিআইএফআরআই এর নির্দেশকের শুশুক ও ইলিশ মাছের সংরক্ষণে গুরুত্ব
By PIB Kolkata
কলকাতা, ০৫ অগাস্ট, ২০২২
ব্যারাকপুরের আইসিএআর – এর আওতাধীন সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট জাতীয় মৎস্য পালন কর্মসূচির আওতায় ঝাড়খন্ডের সাহেবগঞ্জে মুক্তেশ্বর ঘাটে গঙ্গানদীতে ২ অগাস্ট এক বিশেষ কর্মসূচি পালন করে। সংস্থার নির্দেশক ডঃ বি কে দাস গঙ্গার ইলিশ ও শুশুক সংরক্ষণের উপর গুরুত্ব দেন। এই কাজে মৎস্যজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আইসিএআর – সিআইএফআরআই উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গঙ্গানদীতে ৫৮ লক্ষ মীন ছেড়েছে।
ঝাড়খন্ডের সাহেবগঞ্জের মুক্তেশ্বর ঘাটে ২ অগাস্ট এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গঙ্গার ২ লক্ষ রুই, কাতলা, মৃগেল ও কালবোশ মাছের মীন ছাড়া হয়েছে। সাহেবগঞ্জ জেলার ডেপুটি কমিশনার শ্রী রামনিবাস যাদব এই কর্মসূচির সূচনা করেন। শ্রী যাদব বলেন, মৎস্যপালনের এই উদ্যোগের ফলে মৎস্যজীবীরা উপকৃত হবেন। এর পাশাপাশি, নদীর বাস্তুতন্ত্রও সুরক্ষিত থাকবে।
About Post Author
Suman Munshi
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID