মোহনবাগান রত্ন সমর “বদরু” ব্যানার্জী কে হারানো অনেক অজানা ছাত্রের জন্য যন্ত্রণার বললেন পাভেল চ্যাটার্জী
পাভেল চ্যাটার্জী, পেশায় তথ্যপ্রযুক্তির উচ্চ পদস্থ আধিকারিক বহুজাগতিক সংস্থায় এবং সমর “বদরু” ব্যানার্জী প্রাক্তন ছাত্র ।
তথ্যপ্রযুক্তির এক কর্ণধার তাঁর স্মৃতি চরণে স্মরণ করলেন সমর “বদরু” ব্যানার্জী (30 জানুয়ারী 1930 – 20 আগস্ট 2022) বললেন তিনি ছিলেন একজন ভারতীয় ফুটবলার, যিনি মেলবোর্নে 1956 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে খেলেছিলেন।
পাভেল চ্যাটার্জী, কলকাতা, ২০ অগাস্ট ২০২২
বদ্রু ব্যানার্জী চলে গেলেন নক্ষত্রের দেশে — কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন । আজ সকালে ঘুম থেকে উঠেই ওনার কথা মনে পড়ল অজান্তেই ।1976 থেকে 78 পর্যন্ত ওনার কোচিং নিয়েছিলাম । সকালে টিভি খুলতেই ওনার মৃত্যু সংবাদ পেলাম । মনটা খুব ভারাক্রান্ত হলো ।
ওনার কোচিং এ যা শিখিয়েছিলেন india football team এ এখনো তা অপ্রতুল । dead ball থেকে কিভাবে বলকে receive করলে তা গোল করার উপযুক্ত হয়— তা ওনার কাছেই শেখা । উনি আমাদের নিউআলিপুরেরই বাসিন্দা ছিলেন । আমি তখন সুরুচি সংঘের এক নম্বর stricker. এক টা tournament ar final a পোর্ট ট্রাস্টের বিপরীতে দুটো গোল করেছিলাম এবং full tournament এর the highest scorer হয়েছিলাম।বদ্রু স্যার চীফ্ গেস্ট ছিলেন। ওনার হাত থেকে highest scorer এর prize নেওয়ার সময়েই আমাকে ওনার কাছে ফুটবল শেখার আহ্বান করেন। আমাদের তিনজনকে ওনার কোচিং ক্যাম্পে সুযোগ দিয়েছিলেন। আমি আর মিলন গিয়েছিলাম ।মোমিনপুরের হাওয়া অফিসের মাঠে ভোর সাড়ে পাঁচ টা থেকে উনি practice করাতেন।স্বপ্নের মতোন কথাগুলো মনে ভীড় করছে ।যদিও আমি ফুটবল খেলাকে জীবনের মূল profession করিনি — কিন্তু নিয়মানুবর্তিতা, মনঃসংযোগ, হার না মেনে, হতাশ না হয়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মতন গুণগুলো ওনার হাত ধরেই কিছুটা হলেও আত্মীকরণ করেছিলাম যা আমার সারা জীবনের পথ চলার পাথেয় । প্রণাম নেবেন স্যার — যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি হোক