
বিএসএফ সীমান্তে আটক ০৩ বাংলাদেশী নাগরিককে মানবতা ও সদিচ্ছার অঙ্গীকার হিসেবে, বিজিবিকে হস্তান্তর করেছে।
(জেলা – উত্তর ২৪ পরগণা)
২৩ শে আগস্ট, ২০২২ তারিখের ২৩৪৫ ঘটিকায়, বর্ডার সিকিউরিটি ফোর্সের ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি জিতপুরের সতর্ক জওয়ানরা, জোরালো সংবাদের ভিত্তিতে কাজ করে, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় ০৩ বাংলাদেশী মহিলাকে আটক করেছে। তাদের পরিচয় নাথি হাসিনা বেগম (৪৫), ফাতেমা বেগম (৩০) ও জেরিন ইসলাম, সকলেই বাংলাদেশের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে সবাই জানায়, তারা সবাই দরিদ্র পরিবারের এবং টাকা রোজগারের জন্য ভারতে আসছিল কিন্তু সীমান্ত পার হতেই বিএসএফের হাতে ধরা পড়ে। গ্রেফতার সকল মহিলাকে মানবতা ও সদিচ্ছার বার্তা দেখিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রী ওম প্রকাশ শর্মা, ৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানিয়েছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে যার কারণে কিছু লোক ধরা পড়ছে। ধৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে তাদের মধ্যে কয়েকজনকে একে অপরের কাছে হস্তান্তর করা হয়।