বিএসএফ পাচারকারীদের কবল থেকে বিরল প্রজাতির পাখি মুক্ত করেছে।
(জেলা- নদীয়া)
২৬ শে আগস্ট, ২০২২ তারিখের ১৫৩০ ঘটিকায়, দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার চৌকি বনপুর, ৫৪ ব্যাটালিয়নের কর্মীরা জোরালো তথ্যের ভিত্তিতে কাজ করে চোরাকারবারিদের খপ্পর থেকে 11 টি পাখি (কবুতর) উদ্ধার করেছে। জওয়ানরা বাংলাদেশের দিক থেকে একটি সন্দেহভাজন ব্যক্তিকে তারবন্দির দিকে আসতে দেখলে কর্তব্যরত জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করে। জোয়ানদের তার দিকে আসতে দেখে পাচারকারী ৩টি প্লাস্টিকের ব্যাগ তারবন্দির উপর ছুড়ে ফেলে পালিয়ে যায়। জওয়ানরা প্লাস্টিকের ব্যাগ খুললে তাতে ১১টি কবুতর পাখি পাওয়া যায়। চোরাকারবারীরা বাংলাদেশ থেকে চোরাচালানের জন্য বিশেষ প্রজাতির এসব কবুতর ভারতে নিয়ে আসছিল ।
চোরাকারবারিদের কবল থেকে উদ্ধার করা পাখিগুলোকে বন দফতর, রানাঘাটে হস্তান্তর করা হয়েছে।
শ্রী দেশ রাজ সিং, কমান্ডিং অফিসার ৫৪ ব্যাটালিয়ন জানিয়েছেন যে সীমান্তে বিরল প্রজাতির পাখির পাচার বন্ধ করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।