কোলকাতা (৪ সেপ্টেম্বর ‘২২):-
গতকাল এক সমাবর্তনের মাধ্যমে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৩ হাজার ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দিল ‘টেকনো এক্সপোনেন্ট’ (Techno Exponent)-এর ছত্রছায়ায় চলা ‘ইউফোরিয়া জেন এক্স’ (Euphoria GenX)।
রাজারহাট নিউটাউন চত্বরে অবস্থিত ‘রবীন্দ্র তীর্থ’-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ডিপ্লোমা, বি.টেক., বি.সি.এ., এম.টেক., এম.সি.এ. স্তরের কৃতকার্য ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন ‘টেকনো এক্সপোনেন্ট’ (টি-ওয়েব এক্সপোনেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও নির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সব্যসাচী সাহা, অন্যতম প্রতিষ্ঠাতা তথা নির্দেশক অভয় দেবনাথ, সহাধ্যক্ষা জ্যোয়েন্দ্রিসা টেগোর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষা প্রতিষ্ঠানের বক্তব্য অনুযায়ী, “২০১১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন প্রায় ২৫০ জন বিশেষজ্ঞ। এঁরা প্রত্যেকেই হয় ‘ডিজনি’, ‘রেডবুল’, ‘নাসা’, ‘অ্যামাজন’ ও ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর মতো সংস্থার সাথে নয়তো বেশ কিছু ফরচুন ৫০০ বহুজাতিক সংস্থার সঙ্গে কাজে যুক্ত।”
হীরক মুখোপাধ্যায়