ইঞ্জিনিয়ার্স দিবসে ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর।
By PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইঞ্জিনিয়ার্স দিবসে ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী, ইঞ্জিনিয়ার্স দিবসে, এম বিশ্বেশরাইয়ার উল্লেখযোগ্য অবদানের কথাও স্মরণ করেন।
একগুচ্ছ টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন,
” #EngineersDay –তে আমাদের দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই।দেশ গঠনে ব্রতী দক্ষ ও মেধাবী ইঞ্জিনিয়ারদের পেয়ে দেশ আশীর্বাদধন্য। আমাদের সরকার আরও ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা সহ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়াশূনোর পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে।”
“#EngineersDay উপলক্ষে আমি এম বিশ্বেশরাইয়ার উল্লেখযোগ্য অবদানও স্মরণ করছি। আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের উদ্বুদ্ধ করুক তাঁর কাজ। আমি আমার #MannKiBaat-এর একটি আগের পর্বও এখানে ভাগ করে নিচ্ছি যাতে আমি এই বিষয়ে কথা বলেছিলাম।”
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID