যাদের যাদের অনুপ্রেরণা ছিলো
কবি: অভিজিৎ পাল
বুঝতে হয় নি দেরি
ক্ষয়ক্ষতি সামলে নিতে
মুজরিম যদি আইনের ফাঁক জানতো
হতো না শাস্তি অবশেষে
কি জাদু তোমার টিনটিন !
তোমার দন্ডে মায়াবী যোনি
এদিকে লড়তে নেমে ওদিকে
গুছিয়েছো জমি
ভালোই শিখেছো অনুপ্রেরণা
ভালোই খিল্লিবাজি
ভালোই হচ্ছে যা করছো
ওহে বিনোদন কবি
অক্ষর যদি চিনতে
যদি বুঝতে কবিতা
সারিয়ে তোলার ক্ষতগুলো
কোন দিন চাইতো না অনুপ্রেরণা
তুমি মতলববাজ তোমার পোশাকি স্নেহ
দুদিন দশদিন পর চিনে যাবে মুখগুলো
কোনোদিন হাল ধরনী
ধরনী কলম দুএকটা ইংরেজি সাহিত্যপড়ে লাগিয়েছো মলম
কোনোদিন পাত পারোনি
কোনোদিন দাওনি খেতে
কবিতা ভাগের মুড়িটুকুও
খেয়েছো লুটেপুটে
কি ভাবছো নিজেকে?
মুর্শীদ নিশ্চই…
পাঁচ মাস কবিতা লিখে জেল খেটেছেন এমন কবি’ই আমি চাই
তুমি চেনো তাকে?
নাম জানো !
সাধন বারিক হুগলির কবি পারলে খোঁজ নিও, মাথা নিচু করে যেও
তোমরা আরবান কবি
মাঝে মধ্যে সুনীল কপচাও
এক কাপ দারুতে ডাবের
জল মিশিয়ে খাও
তোমরা ভাত মারার লোক
ক্ষমতা প্রিয় মঞ্চের মালিক
কবিতা কে বলাৎকার করে
নারীত্ব ফলাও ঠিক
জানি এসব অন্ধকার আপনার দৌলতে আমাদের প্রাপ্য
ভাববেন না অনেক উঁচু আপনি
কবিতার থেকেও..

যদি না মানুষ ভালোবাসে কিসের
অক্ষর শ্রমিক তাকে দুধে ভাতে
রাখবে কোনদিক?
রাস্তায় নামুন, দেখুন চারিদিকে
কবিতা উৎসব, ফিতে কেটে কি হবে?
ধান কেটে ফেরেন চাষী
তার ঘরে ভাত নেই
পারলে তাকে ভাত দিন্
সেটাই তো উৎসবের সামিল
আমি তাদেরই দলে যাদের সন্মানহানি হয়
আমি তাদেরই দলে, গালিগালাজে যাদের ভাত হজম হয়
আমি তাদেরই দলে যাদের কবিতা নেই
কবিতা আঁকড়ে বেঁচে থাকে বাঁচা মরা’ই
আপনার জুতো খুব দামি
দিতেও পারেন দু ঘা
কষ্ট নেই জানবেন
সাধন বারিক আমার কবিতা
@অভিজিৎ পাল