মহালয়া মানে আগমনীর সুর, মহালয়া মানে বাঙালির এক আবেগ, মহালয়া মানে আকাশবাণী থেকে ভেসে আসা চিরন্তন সেই কন্ঠ…”আশ্বিনের ওই শারদ প্রাতে” । এবার মহালয়ার দিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আকাশবাণী কলকাতা। এই প্রথম আকাশবাণী কলকাতা ও কলকাতা মেট্রো রেল যুগ্মভাবে এক উদ্যোগে সামিল হয়েছে। মহালয়ার পুণ্য লগ্নের সকালকে, সুরে সুরে স্মরনীয় করতে মেট্রো রেলের এসপ্ল্যানেড স্টেশনে হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। উপস্থিত থাকবেন স্বনামধন্য শিল্পী শুভঙ্কর ভাস্কর এবং শ্রীমতী শম্পা কুন্ডু। উপস্থিত দর্শকেরা শম্পা কুন্ডুর কন্ঠে, “বাজল তোমার আলোর বেনু’, “ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজে” -র মত জনপ্রিয় গান সরাসরি শুনতে পাবেন। পাশাপাশি দুই শিল্পী তাদের মহালয়ার স্মৃতিচারণাও করবেন । উপস্থিত দর্শকদের জন্য থাকছে উপরি পাওনা হিসেবে একটি কুইজ প্রতিযোগিতা। বিজেতাদের জন্য থাকছে, আকাশবাণী কলকাতার তরফ থেকে অমূল্য এবং দুষ্প্রাপ্য গানের সিডির উপহার। পঙ্কজ মল্লিক, ঋতু গুহ, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্রের মতো অমর, প্রবাদপ্রতিম এই শিল্পীদের অমূল্য ও দুষ্প্রাপ্য গানের সংকলন গুলি নিজেদের সংগ্রহে রাখার সুযোগ পাবেন কুইজের বিজেতারা। থাকবেন মেট্রো রেল ও আকাশবাণীর আধিকারিকরা।
২৫শে সেপ্টেম্বর, সকাল ৯:৩০টার এই অনুষ্ঠানের প্রবেশ অবাধ।