কারিগরি কবিয়ালের অসাধ্য সাধন মহালয়া হলো ইংলিশ ভাষায়
সুপ্রিয় সেনগুপ্ত ও তাঁর সুযোগ্য সহযোগীদের সহায়তায় বাঙালির মহালয়া এখন ইংলিশেও সকল বিশ্ববাসীর জন্য পরিবেশিত হচ্ছে পৃথিবী জুড়ে ইউটিউব চ্যানেল কারিগরি কবিয়ালে ।
বাঙালি শুধুই পতন দেখছে বিগত কয়েক দশক ধরে সেই অসম সময়ে দাঁড়িয়ে এমন ভাবেও ফিরে আসা যায় সেটাই শেখার সুপ্রিয় ও সহযোগীদের থেকে ।
মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও বাণীকুমার, পঙ্কজ কুমার মল্লিক বাঙালির জীবনের সাথে একাত্ম হয়ে গেছেন এবং থাকবেন কোনো দিন ও কেউ মুছতে পারবে না সে কীর্তি, কিন্তু কেন এনারা সেই লিজেন্ড বলে সকলের মনে আজও আছেন সেটা অবাঙালিদের বা বিদেশিদের কাছে পৌঁছে দিলেন কারিগরি কবিয়াল সুপ্রিয় সেনগুপ্তের দল ।
এই মহান স্মৃষ্টি কে তাঁর সকল সৌষ্ঠ কে অক্ষুন্ন রেখেও যে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরা যায় এবং নিজস্ব স্বকীয়তা বজায় রেখে তা যথেষ্ট কঠিন কাজ ।
অভিনন্দন জানাই কারিগরী কবিয়াল টিম কে প্রণাম আপনাদের সকল গুরু ও গুরুজনদের এমন সুন্দর কাজে অনুপ্রাণিত করার জন্য ।
এবার কি আমরা ইউনেস্কোর কাছে মহালয়া কে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অনুরোধ করতে পারিনা? বিভেদ ভুলে দূর্গা পূজার এই প্রাক অনুষ্ঠাকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সবাই মিলে আবেদন করি ।