
সম্প্রতি উৎক্ষেপিত ইওএস-০৬ কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত দুর্দান্ত কিছু ছবি প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন
By PIB Kolkata
নয়াদিল্লি, ২ ডিসেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্প্রতি উৎক্ষেপিত ইওএস-০৬ কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত দুর্দান্ত কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, মহাকাশ প্রযুক্তির এই অগ্রগতির ফলে ঘূর্ণিঝড় সম্পর্কে আরও ভালো পূর্বাভাস পাওয়া যাবে এবং উপকূলীয় অর্থনীতির এর ফলে সুবিধা হবে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন –
“সম্প্রতি উৎক্ষেপিত ইওএস-০৬ কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত দুর্দান্ত কিছু ছবি কি আপনারা দেখেছেন? গুজরাটের কিছু দারুণ ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহাকাশ প্রযুক্তির এই অগ্রগতির ফলে ঘূর্ণিঝড় সম্পর্কে আরও ভালো পূর্বাভাস পাওয়া যাবে এবং উপকূলীয় অর্থনীতির এর ফলে সুবিধা হবে।”
PM @narendramodi shares the images of Gujarat captured by the recently launched satellite EOS-06.
— DD News (@DDNewslive) December 2, 2022
With the Satellite EOS-06, India advances in the world of space technology that will help to better predict cyclones and promote the coastal economy too. @isro@PMOIndia https://t.co/NjmyVJCctZ
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID