সড়ক উড়ালপুল নির্মাণ
By PIB Kolkata
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর ২০২২
২০২১-২২ অর্থবর্ষ এবং চলতি বছরে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং মহারাষ্ট্র – এই দুটি মিলিয়ে জাতীয় সড়ক খাতে সড়ক উড়ালপুল প্রকল্প সহ সড়ক / মহাসড়ক নির্মাণে ৮০টি প্রকল্পের জন্য ৪৬,৯৬০.৫২ কোটি টাকা অনুমোদিত হয়েছে।
জাতীয় সড়ক উন্নয়নের কাজে তহবিল বরাদ্দ করা হয় কোনও নির্দিষ্ট প্রকল্পের ভিত্তিতে নয়, বরং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। জাতীয় সড়ক উন্নয়ন মন্ত্রক জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং মহারাষ্ট্র – এই দুটি মিলিয়ে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থ বছরে ৪৫১১৭.০২ কোটি টাকা বরাদ্দ করেছে।
গত বছর এবং চলতি বছরে অনুমোদিত ৮০টি প্রকল্পের মধ্যে ২১,২৮৮.৯৮ কোটি টাকার ২৪টি প্রকল্পের কাজ চলছে। সেগুলির নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ২০২৫-এর আগস্টের মধ্যে। বাকি ৫৬টি প্রকল্প বিভিন্ন স্তরে আছে।
লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।
About Post Author
Suman Munshi
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID