প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের মতামত আহ্বান করেছেন
By PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের মতামত আহ্বান করেছেন। প্রতি মাসে সম্প্রচারিত এই বেতার অনুষ্ঠানটি ২৫ ডিসেম্বর সকাল ১১টায় প্রচারিত হবে। NaMo App অথবা MyGov – এ এই অনুষ্ঠানের বিষয়ে যে কেউ তাঁর মতামত পাঠাতে পারেন। 1800-11-7800 নম্বরে ফোন করেও অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রেকর্ড করা যাবে।
এক ট্যুইট বার্তায় MyGov – এর আমন্ত্রণটি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেন, “এ মাসের ২৫ তারিখ ২০২২ – এর শেষ #MannKiBaat সম্প্রচারিত হবে। এই অনুষ্ঠানের বিষয়ে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। NaMo App অথবা MyGov – এ এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত পাঠাতে পারেন। 1800-11-7800 নম্বরে ফোন করেও অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রেকর্ড করা যাবে।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID