কিছু প্রেম কখনো পুরোনো হয় না – ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩
অন্তরা ত্রিপাঠি
কলকাতা, ৫ ফেব্রুয়ারী ২০২৩:
প্রথম প্রেম জীবনে বলা যায়না আর তা যদি হয় বইয়ের সাথে তবে সময়ের সাথে তা শতরূপে বিকশিত হয়ে ওঠে। পাঠক ও লেখকের মধ্যে এক অমোঘ সম্পর্ক গড়ে ওঠে । “দেহপট সনে নট সকলই হারায়” মঞ্চের এই বাস্তবতা কিন্তু লেখক বা লেখিকার ক্ষেত্রে সাজে না, কারণ চুলের রুপোলি রেখায় কলম যেন আরো সমৃদ্ধ হয়ে ওঠে।
এবার কলকাতা বইমেলায় ১৪৬ নম্বর স্টলে দেখা হলো এক গুচ্ছ লেখক, কবি ও সাহিত্যিক এবং তাদের অনুরাগীদের সাথে। ৫ থেকে ৮০ সকলে হাজির ভালো বইয়ের খোঁজে। প্রকাশনা সংস্থার নাম লিমেরিক লাভার্স পাবলিকেশন অনেক ভালোবাসায় গড়ে তুলেছেন ড. পলাশ বন্দ্যোপাধ্যায় ও তার কয়েকজন বন্দুরা মিলে। ব্যবসা নয় সৃষ্টির আনন্দেই এই মেলার পরিসরে যোগদান। দেখা হলো লেখক শাহজাদ ফিরদাউস, রাজেস্বরী সুর, পলাশ বন্দ্যোপাধ্যায় ও বাচিক শিল্পী অল ইন্ডিয়া রেডিওর ভয়েস ওভার শিল্পী তন্ময়ী এর সাথে ।
দুইজন খুদে বন্ধু এসেছেন ৪-৬ বছর বয়স হবে Ayansh Paul ও গৌরিক রায় এলেন বাবা ও মায়ের সাথে তাদের ছুটোছুটি বই নিয়ে আবদার সেটাই যেন বাংলার মননের আসল ছবি ।
আসুন দেখে নেই এইবারে কলকাতা বইমেলায় আইবিজি নিউজ এর কিছু আনকাট মুহূর্ত । তাইতো বলি কিছু প্রেম কখনো পুরোনো হয় না – ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ সেই মুহূর্তের ভাবনারা হয়ে থেকে যায়।









