শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা
বিরাট ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে তিন দিন ব্যাপী শিবরাত্রি অনুষ্ঠানের সুচনা হল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকশো মানুষ শোভাযাত্রার মাধ্যমে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে রাসবিহারী, হাজরা হয়ে বালিগঞ্জে সংঘের কার্যালয় এসে পৌঁছান। পদযাত্রা শুরুতে নেতৃত্ব দেন অশ্বারোহী অস্ত্রধারী সন্ন্যাসীরা। এরপর ব্রহ্মচারী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন হিন্দু মিলন মন্দিরের সদস্যরা পদযাত্রায় পা মেলান।
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে সঙ্ঘ এগিয়ে চলেছে। তিন দিনব্যাপী শিবরাত্রি উপলক্ষে নানা ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া লাঠি খেলা, ছোরা খেলা সহ বিভিন্ন কসরত প্রদর্শিত হবে।


