বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে ফেনসিডিলের বিশাল চালান আটক করেছে
(জেলা-উত্তর ২৪ পরগনা, নদীয়া ও মালদা)
২১ শে এপ্রিল, ২০২৩ তারিখের রাতে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি মাসিমপুরের জওয়ানরা জোরালো সংবাদের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে একটি বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। সেই সাথে সীমা চৌকি টিল্লা, ৬৮ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের সতর্কতার পরিচয় দিয়ে, ৫০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে। চোরাকারবারীরা সেগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এছাড়াও অন্যান্য ঘটনায়, সীমা চৌকি হৃদয়পুর, ৮২ ব্যাটালিয়ন, সীমা চৌকি ভরোল, ৮৬ ব্যাটালিয়ন এবং সীমা চৌকি নওয়াদা, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ১৫৩ বোতল ফেনসিডিল জব্দ করতে সফল হয়েছে। সমস্ত ঘটনায় জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ১,২৩,৮০২/- টাকা।
জব্দকৃত ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছে। তিনি আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।
