
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্তরের ওয়েব ফেস্ট
কল্যাণী বিশ্ববিদ্যালয় ও মাল্টা বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো চেয়ার গ্লোবাল এডাল্ট এডুকেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্তরের একটি ওয়েব ফেস্ট অনুষ্ঠিত হলো। আলোচনার মূল বিষয় ছিল ইকুয়ালিটি, ডেমোক্রেসি এন্ড পিপলস এনলাইটেনমেন্ট: আইডিয়াস অব ড. বি আর আম্বেদকর এ্যন্ড ড. পাওলো ফ্রেইরি।
এই ওয়েব ফেস্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানসকুমার সান্যাল। উদ্বোধন পর্যায়ে বক্তব্য রাখেন, মাল্টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গডফ্রে বালডাচিনো, অধ্যাপক পিটার মায়ো, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক গৌতম পাল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অশোক ভট্টাচার্য। শুরুতে স্বাগত ভাষণ দেন লাইভ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রসেনজিৎ দেব এবং উদ্বোধন পর্যায়ের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়।
এদিনের আলোচনাচক্রে বিভিন্ন দেশের প্রায় ৩০ জন গবেষক আলোচনা চক্রের মূল বিষয় সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গবেষণা প্রবন্ধ পাঠ করেন। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে বয়স্ক শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা এই আলোচনা চক্রের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপাচার্য শুরুতে বলেন, এই ওয়েব ফেস্টের মাধ্যমে ড, আম্বেদকর ও ড. পাওলোর ভাবনা নতুনভাবে মূল্যায়ন করা হবে। অন্যদিকে সহ উপাচার্য বলেন, আগামী দিনে ড. আম্বেদকর ও ড. পাওলোর চিন্তা-চেতনার আলোকে বিশ্বব্যাপী বয়স্ক শিক্ষার প্রসার ঘটাতে হবে। এই ওয়েব ফেস্টের মাধ্যমে শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রীরা ভীষণভাবে সমৃদ্ধ হয়।


