
সাড়ম্বরে নজরুল জন্মজয়ন্তী উদযাপন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী শ্রীচৈতন্য মহাবিদ্যালয় ও বারাসাতের নজরুল চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে সাড়ম্বরে পালন করা হলো হাবড়ার শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে। শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত চ্যাটার্জী ও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি শেখ কামাল উদ্দীন কবির প্রতিকৃতিতে মাল্যদান করে কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন।

নজরুল চর্চা কেন্দ্রের সদস্য দেবযানী চট্টোপাধ্যায়, মহাশ্বেতা চট্টোপাধ্যায়, ফাল্গুনী মিত্র, শ্যামলী দাস সংগীত ও প্রীতি দত্ত, শান্তনু কয়াল, অদ্রিকা দাস, মহিউদ্দিন মণ্ডল কবিতা আবৃত্তি করেন। শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদিশা দে, রিমিতা সিংহ, অনিন্দিতা দাস নৃত্য, প্রত্যুষা সরকার, সুষমা সরকার আবৃত্তি ও ঈশিকা পাল কবির লেখা গান ও কবিতায় কবিকে শ্রদ্ধা জানান। এদিন বাংলা বিভাগ থেকে ‘বাংলা শিশু-কিশোর সাহিত্য’ নামে একটি গ্ৰন্থ প্রকাশ করা হয়। আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক অর্পিতা বোস। আদতে গত ৩রা মে দু’টি সংগঠনের পক্ষ থেকে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউ.জি.সি নির্ধারিত ৩০ ঘন্টা ব্যাপী সংযুক্ত পাঠক্রমের অংশ হিসেবে ‘একালের প্রেক্ষিতে নজরুল চর্চা’ বিষয়ে আলোচনা সভা থেকে এবারের নজরুল জন্মজয়ন্তীর সূচনা করেন উক্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত চ্যাটার্জী। নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন এই আলোচনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পড়াশোনার সঙ্গে সঙ্গে দেশ গঠনে মনীষীদের ভূমিকা জানার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, সামাজিক শিক্ষাই পারে প্রকৃত মানুষ হয়ে উঠতে। তারই অঙ্গ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ২৬শে মে কবির জন্মদিনে এই ৩০ ঘন্টা ব্যাপী আলোচনার সমাপ্তিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং শংসাপত্র দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য এই আলোচনাসভায় অনলাইনে আমেরিকা থেকে শাহ্ মোহম্মাদ সফিনূর, বাংলাদেশ থেকে মাওলা প্রিন্স, কলকাতা থেকে পীযূষ পোদ্দার, সোমা ভদ্র রায়, পিয়ালী দে মৈত্র, মোহম্মাদ ইনাস উদ্দীন, শাহজাহান মন্ডল, সুজাতা দে, সারদা মাহাত, দেবশ্রী ঘোষ বিশ্বাস, প্রদীপ্ত মুখার্জী, সনৎ পান প্রমুখ অধ্যাপক ও নজরুল চিন্তকরা কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির বহুমাত্রিকতা নিয়ে আলোচনা করেন। নজরুল চর্চা কেন্দ্রের সম্পাদক শাহজাহান মন্ডল ধন্যবাদ জ্ঞাপন করেন।