বিএসএফ মানব পাচার ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সীমান্ত এলাকায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে
(জেলা: মালদা)
ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ শুধু আন্তর্জাতিক সীমান্ত পাহারাই দিচ্ছে না, সীমান্তে ঘটিত অপরাধ ও অপকর্ম রোধে সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করে।
এই প্রসঙ্গে, ৩১ মে, ২০২৩ তারিখে, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন ৭০ ব্যাটালিয়নের মানব পাচার প্রতিরোধ ইউনিট (AHTU) এবং শক্তিবাহি এনজিওর কর্মী সকাল ০৯৩০ টা থেকে ১১৩০ টা পর্যন্ত বেরবনা নবারুণ শিক্ষা নিকেতন, শেইলাপুর, মালদায় মানব তস্কর বন্ধ এবং অন্য অপরাধ সম্বন্ধীয় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।
এই সচেতনতামূলক কর্মসূচীতে, বিএসএফ-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) গ্রামবাসীদের মানব পাচার, বাল্যবিবাহ, শিশু যৌন নির্যাতন, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষার গুরুত্ব ইত্যাদি বিষয়ে অবহিত করে। ১৫ জন স্কুল স্টাফ সদস্য, ৬০ জন অভিভাবক সহ ১২৫ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গ্রামবাসীরা এই কর্মসূচির আয়োজন করার জন্য বিএসএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করার জন্য জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছে।
৭০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্ত বাসী ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সময়ে সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুশিক্ষা দিতে হবে।

