চোরাকারবারীদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে; সীমান্তে জওয়ানরা ২৫০ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে
(জেলা- উত্তর ২৪ পরগনা ও নদীয়া)
দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে তাদের দায়িত্বের এলাকা থেকে ২৫০ বোতল ফেনসিডিল এবং ০৩ কেজি গাঁজা জব্দ করেছে, যেগুলো চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল। জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ৫৫,৪৩৩/- টাকা।
০৯ জুন, ২০২৩ তারিখে সীমা চৌকি গুনারমঠ, ০৫ ব্যাটালিয়নের জওয়ানরা ০২ জন চোরাকারবারীকে দুটি ব্যাগ নিয়ে অন্ধকার ও ঝোপের আড়াল নিয়ে ইছামতি নদীর কাছে আন্তর্জাতিক সীমান্তের দিকে যেতে দেখেন । চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করার লক্ষ্যে যখন জওয়ানরা চোরাকারবারীর দিকে এগিয়ে যেতে শুরু করে, তখন অন্ধকারের সুযোগ নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকায় নিবিড় তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এছাড়া অন্য একটি ঘটনায় ১০ জুন ২০২৩ তারিখের রাত ০৩৪০ টায় সীমা চৌকি বালিয়াশিশা, ৮৬ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্ব এলাকা থেকে ০৩ কেজি গাঁজা জব্দ করে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে, বিএসএফ, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত সুরক্ষা বাহিনী সর্বদা সতর্কতা বজায় রাখে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার একটি দক্ষ টিম রয়েছে, যারা সীমান্ত এলাকায় ঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখে।