
ধাতুর পুনর্ব্যাবহার সার্কুলার ইকোনমির অগ্রগতি ও কার্বন নির্গমন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে –
আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে শহরে স্ক্র্যাপ রিসাইক্লিং বিষয়ে কেন্দ্রীয় খনি ও ইস্পাত মন্ত্রকের নয়া উদ্যোগ
কলকাতা, ১৫ জুন ২০২৩:
ভারতের স্বাধীনতা লাভের ৭৫ বছরকে স্মরণ করতে আজাদি কা অমৃত মহোৎসব শীর্ষক বেশ কিছু উন্নয়নমূলক উদ্যোগ গ্রহন করেছে কেন্দ্র সরকার। সেই অনুষঙ্গে আগামী ২৫ বছর বেশ কিছু ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সেই সঙ্গে দেশের বৃত্তাকার অর্থনীতিকে বা সার্কুলার ইকোনমিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে কেন্দ্র সরকারের খনি মন্ত্রক ও ইস্পাত মন্ত্রক যৌথ প্রচেষ্টায় সার্কুলার ইকোনমি ক্যাম্পেন ২০২৩ শুরু করেছে। যা বিভিন্ন শহর ঘুরে এখন কলকাতায়। নাগপুরের জওহরলাল নেহরু অ্যালুমিনিয়াম রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন সেন্টার এবং মেটেরিয়ার রিসাইক্লিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই ধাতু পুনর্ব্যবহার বিষয়ে প্রচার ও প্রসারের কাজ আয়োজন করেছে। সচেতনতার অঙ্গ হিসেবে ১৫ জুন ২০২৩ কলকাতায় ‘সাস্টেনেবল অ্যান্ড সার্কুলার ভারত: টুওয়ার্ডস জিরো ওয়াস্ট ইন মেটাল প্রসেসিং’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। সভায় বিভিন্ন ধাতু উৎপাদক সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। আলোচনা সভায় কেন্দ্রীয় খনি মন্ত্রকের যুগ্ম সচিব উপেন্দ্র যোশি, ইস্পাত মন্ত্রকের সহ সচিব সুভাষ কুমার, জেএনএআরডিডিসি-এর অধিকর্তা ড: অনুপম অগ্নিহোত্রি, পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ও বস্ত্র দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব রাজেশ কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত ভাষণে জেএনএআরডিডিসি-এর অধিকর্তা ড: অনুপম অগ্নিহোত্রি বলেন, “পূনর্নবিকরণ যোগ্য শক্তি একমাত্র বিকল্প হতে পারে। গ্রীন এনার্জির প্রসারে রিসাইক্লিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই বিষয়ে আমরা যত স্বচ্ছ থাকতে পারব তত সার্কুলার ইকনমি তার অগ্রগতির ধারা বজায় রাখবে।”
আলোচনা সভা ছাড়াও ১৪ জুন বুধবার ও ১৫ জুন বৃহস্পতিবার ইস্পাত ও খনি মন্ত্রকের আধিকারিকরা, গবেষকরা এবং বিভিন্ন প্রযুক্তি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কলকাতা ও হলদিয়ার বেশ কিছু ফেরোস ও নন ফেরোস কারখানা পরিদর্শন করেন। মানেকশিয়া অ্যালুমিনিয়াম কো. লিমিটেড, স্টিল ক্র্যাকারস প্রাইভেট লিমিটেড, ইস্টার্ন কপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, লিডস্টোন এনার্জি লিমিটেড, ব্র্যান্ড অ্যালয়স প্রাইভেট লিমিটেড, গাড়িয়া অ্যালুমিনিয়াম প্রাইভেট লিমিটেড প্ল্যান্টে স্ক্র্যাপ রিসাইক্লিং বিষয়ে বিভিন্ন পরামর্শও প্রদান করেন বিশেষজ্ঞরা।
এই উদ্যোগের পিছনে রাজ্যের মেটাল ইন্ডাস্ট্রিকে রিসাইক্লিং বিষয়ে অবহিত করতে এবং পরিবেশ বান্ধব প্রকৃতি উপহার দিতে সচেতনতা বৃদ্ধিতে ইস্পাত ও খনি মন্ত্রক ব্রতী হয়েছে।