ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল ২০২৩
• ভারত সরকার ২০১৯ সালের ডিসেম্বর মাসে সংসদে পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল, ২০১৯ পেশ করেন। এই বিলটি সংসদের যৌথ কমিটিতে বিচার বিবেচনা করার জন্য পাঠানো হয়।যৌথ কমিটি আলাপ আলোচনা করার পর মাননীয় অধ্যক্ষকে একটি রিপোর্ট জমা দেন।বিভিন্ন এজেন্সি এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিক্রিয়া নিয়ে ২০২২ সালের অগাস্ট মাসে এই বিলটি প্রত্যাহৃত হয়।
• সরকার ২০২২ সালের ১৮ ই নভেম্বর ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল, ২০২২ শীর্ষক একটি খসড়া বিল প্রকাশ করেন এবং এই খসড়াটির ওপর সকলের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন।এই বিষয়টির ওপর একটি সার্বিক এবং বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে।এই আলাপ আলোচনার মূল বিষয়গুলি হলো –
১. জনগণের থেকে ২১,৬৬৬ টি প্রতিক্রিয়া পাওয়া গেছে।
২. ৪৬ টি ক্ষেত্রীয় সংস্থা, এসোসিয়েশন, শিল্প সংস্থা ইত্যাদির সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে।
৩. ভারত সরকারের ৩৮ টি মন্ত্রক / দপ্তরের থেকেও প্রতিক্রিয়া পাওয়া গেছে।
• এই সব আলাপ আলোচনা এবং প্রতিক্রিয়া থেকে যে মূল বিষয়গুলি উঠে এসেছে সেগুলি অনুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল, ২০২৩ এর খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।
• এই বিলটি সংসদের আসন্ন অধিবেশনে পেশ হতে চলেছে।