বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫০ লক্ষ টাকার মাছের ডিম জব্দ করেছে
(জেলা-উত্তর ২৪ পরগনা)
বিএসএফ জওয়ানরা দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে তাদের দায়িত্বের এলাকা থেকে মাছের ডিম সম্বলিত ৫০টি প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত মাছের ডিমের বাজার মূল্য ৭,৫০,০০০/- টাকা। চোরাকারবারীরা ওই মাছের ডিম ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
উল্লেখ্য যে, ১৪ জুলাই, ২০২৩ তারিখে, ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি রানঘাটের জওয়ানরা বিএসএফ-এর নির্ভরযোগ্য সূত্র থেকে মাছের ডিম পাচারের তথ্য পান। প্রায় ২১১৫ ঘটিকায়, জওয়ানরা চরকাতলা গ্রামের কাছে ৮-১০ জন চোরাকারবারীকে দ্রুত গতিতে সীমান্তের দিকে যেতে দেখেন। জওয়ানরা তাদের ধাওয়া করে চ্যালেঞ্জ জানায়। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে পাচারকারীরা ঘন অন্ধকার ও আবাসিক এলাকার সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপরে, জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মাছের ডিমযুক্ত ৫০ টি প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদাই আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করে থাকে এবং চোরাকারবারীদের কোনো কাজ তাদের চোখের আড়াল করা যায় না। তিনি আরও বলেন যে চোরাকারবারীরা নতুন উপায়ে পাচার করার চেষ্টা করে কিন্তু সতর্ক বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।