বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে ২.৭১ লক্ষ টাকার অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করেছে
(জেলা-মালদা)
২১ শে জুলাই, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের সীমা চৌকি নাদিরখানা, ৭০ ব্যাটালিয়নের বি.এস.এফ জওয়ানরা সীমান্তে বিভিন্ন কোম্পানির ২০ টি মোবাইল জব্দ করে। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ২,৭১,০০০/- টাকা। চোরাকারবারীরা এসব মোবাইল গুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমা চৌকি নাদিরখানার বি.এস.এফ জওয়ানরা বিশেষ অ্যামবুশ ডিউটি শুরু করে, তখন জওয়ানরা দেখে ০২ জন চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে, জওয়ানরা চোরাকারবারিদের থামতে বললেই, চোরাকারবারিরা দৌড়ে ঘন ঝোপ,জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২০ টি মোবাইল ফোন উদ্ধার করে।
জব্দকৃত মোবাইলগুলি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মালদা কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।
শ্রী এ কে আর্য, ডিআইজি, মুখপাত্র, বি.এস.এফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জানিয়েছেন যে, সীমান্ত সুরক্ষা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএসএফ সদস্যরা তাদের দায়িত্বের এলাকা থেকে চোরাচালান বন্ধে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।