মেট্রোয় এনএসজি -র মহড়া
কলকাতা , ২৪ জুলাই , ২০২৩
ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) – এর কমান্ডোরা গতরাতে নোয়াপাড়া মেট্রো স্টেশনে এক যাত্রী উদ্ধার মহড়ায় অংশ নিয়েছেন। কলকাতা মেট্রোয় রাসায়নিক , উগ্রপন্থী বা অন্য কোনো রকমের আক্রমণ হলে / আক্রমণের সম্ভবনা থাকলে মেট্রো চত্বরকে সেই আক্রমণ থেকে রক্ষা করার মহড়া সারলেন কমান্ডোরা। এনএসজি কমান্ডোরা কাল্পনিক আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি করে মেট্রো স্টেশন , টানেল অথবা ভায়াডাক্ট থেকে মেট্রো যাত্রীদের যথাসম্ভব কম সময়ের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধারের মহড়া চালান।
গতরাতে এই মহড়ার জন্য একটি মেট্রো রেককে ব্যবহার করা হয় , নেওয়া হয় পাওয়ার ব্লক। এনএসজি কমান্ডোরা দ্রুত স্টেশনে পৌঁছে স্টেশনের নিয়ন্ত্রণভার নিজেদের হাতে তুলে নেন। মধ্যরাতে শুরু হয়ে এই মহড়া চলে বেশ কয়েক ঘন্টা।
প্রসঙ্গত উলেখ্য , এর আগেও আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার এবং অপরাধীদের মোকাবিলায় নিজেদের প্রস্তুতি খতিয়ে দেখা ও এই সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এর কমান্ডোরা মেট্রো চত্বরে এমন মহড়া চালিয়েছেন।