উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে হিন্দুস্তান কপার লিমিটেডে স্বাধীনতা দিবস পালন ও স্কলারশিপ প্রদান
কলকাতা:
দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উৎসাও ও উদ্দীপনার সঙ্গে রাষ্ট্রায়ত্ব সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেডের কলকাতা স্থিত প্রধান কার্যালয়ে পালিত হয়েছে। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর শ্রী ঘনশ্যাম শর্মা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন সংস্থার খনি বিষয়ক ডিরেক্টর শ্রী সঞ্জীব সিং, শ্রী উপেন্দ্র কুমার পান্ডে মুখ্য ভিজিলেন্স আধিকারিক সহ অন্য কর্মীবৃন্দ।
স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী শর্মা দেশের অগ্রগতিতে সংস্থার অবদানের কথা উল্লেখ করে কর্মীদের কর্তব্যে অবিচল থাকার আবেদন জানান। দেশের তাম্র সম্পদ অর্থনীতির গতি সঞ্চারে কতটা কার্যকর তাও তিনি ব্যখ্যা করেন। বিগত অর্থবর্ষে হিন্দুস্তান কপার ৩৯৫.৬৬ কোটি টাকা (করের পূর্বে) মুনাফা করেছে। সংস্থার বার্ষিক টার্নওভার ১৬৬০.৬৩ কোটি টাকায় পৌঁছে গেছে। যখন আন্তর্জাতিক বাজারে তামার মূল্য ১২ শতাংশ কমেছে তখন এইচসিএল-এর এই সাফল্য উল্লেখযোগ্য বলে তিনি জানান। তিনি আরও জানান যে সংস্থা খনন প্রক্রিয়ায় আরও গতি ও প্রযুক্তি আনছে যাতে দেশের অগ্রগতিতে তাম্র সম্পদ পূর্ণ মাত্রায় ব্যবহৃত হয়।
স্বাধীনতা দিবসের পূন্যলগ্নে সংস্থার কর্মীদের মেধাবী সন্তানদের স্কলারশিপ সার্টিফিকেট প্রদান করা হয়।