বিএসএফ রূপার গয়না পাচার বানচাল করে সীমান্তে ১২ লক্ষ টাকার ২৩ কেজি রূপার গয়না জব্দ করেছে
(জেলা-নদিয়া)
২২ শে আগস্ট, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি বিজয়পুর, ৩২ ব্যাটালিয়নের জওয়ানরা চোরাকারবারীদের অসৎ উদ্দেশ্যকে পরাজিত করে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ২৩.১৩০ কেজি রুপার গয়না জব্দ করেছে। জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ১১,৪৭,১৩২/- টাকা। চোরাকারবারীরা এসব রুপার অলঙ্কার ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।
উল্লেখ্য যে, সীমা চৌকি বিজয়পুরের প্রস্তুত জওয়ানরা সীমান্ত টহল দেওয়ার সময় প্রায় ১১৩০ টায় একজন চোরাকারবারীকে জিরো লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। বিএসএফ টহল দ্রুত পাচারকারীর দিকে এগিয়ে যায় এবং চোরাকারবারীকে থামতে বলে। কিন্তু থামার পরিবর্তে চোরাকারবারি সাথের সামগ্রী সেখানেই ফেলে কলা বাগানের দিকে পালিয়ে যায়। এরপর আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায় জওয়ানরা। তল্লাশির সময় জওয়ানরা ঘটনাস্থল থেকে তিনটি বড় ব্যাগ খুঁজে পান। জওয়ানরা ব্যাগগুলি খুললে ২৩.১৩০ কেজি রুপোর গয়না পাওয়া যায়।
জব্দকৃত রূপার অলংকার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক বিভাগ, বানপুরে হস্তান্তর করা হয়েছে।
শ্রী এ কে আর্য, ডিআইজি, পাবলিক রিলেশন অফিসার, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের মতো অপরাধ প্রতিরোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী দিনরাত কাজ করছে। ওই কর্মকর্তা আরও বলেন, সীমান্তে অসৎ উদ্দেশ্যর কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন যে বিএসএফের গোয়েন্দা দল শিগগিরই পাচারকারীকে গ্রেপ্তার করবে।