বিএসএফ ফেনসিডিল ও ওষুধের পাওডার পাচারের সময় পাচারকারীকে গ্রেফতার করেছে; সীমান্তে গাঁজাও জব্দ করেছে
(জেলা – মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা)
দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ সদস্যরা বিভিন্ন ঘটনায়, ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৪৫ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম ওষুধের পাওডার এবং ০৫ কেজি গাঁজা জব্দ করেছে এবং এক পাচারকারীকেও গ্রেপ্তার করেছে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১,৩৯,১৬৬/- টাকা। চোরাকারবারীরা ওই সামগ্রী ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।
প্রথম ঘটনায়, ২৫ আগস্ট, ২০২৩ তারিখে বিএসএফ-এর গোয়েন্দা শাখা সীমা চৌকি রাজানগর, ১১৭ ব্যাটালিয়নের জওয়ানদের জানিয়েছিল যে কিছু চোরাকারবারি তাদের এলাকা থেকে চোরাচালানের চেষ্টা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জওয়ানদের সতর্ক করা হয় এবং উল্লেখিত স্থানে অ্যামবুশ স্থাপন করা হয়। আনুমানিক ০২:৫০ টার দিকে, অ্যাম্বুশ পার্টি পদ্মা নদীর একটি উপকূলে এক চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তা দেখে, অ্যামবুশ পার্টি অবিলম্বে অ্যাকশন নেয় এবং বিএসএফের বোটে করে ঘটনাস্থলে পৌঁছে মালামালসহ চোরাকারবারীকে আটক করে। জওয়ানরা পাচারকারীর কাছ থেকে ২৯৫ বোতল ফেনসিডিল এবং ৫০০ গ্রাম ওষুধের পাউডার উদ্ধার করেছে। গ্রেফতারকৃত পাচারকারীর পরিচয় দেবাশীষ মন্ডল (১৮ বছর), পিতা – কৃষ্ণ মন্ডল, গ্রাম চর রাজাপুর, জেলা মুর্শিদাবাদ বলে জানা যায় ।

জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায়, সে ডোবার শেখ, পিতা সুলেমান শেখ, গ্রাম রাজাপুর, জেলা মুর্শিদাবাদের কাছ থেকে ওই ফেনসিডিল ও ওষুধের পাউডার নিয়েছিল। এরপর সে বিএসএফ ডিউটি লাইন অতিক্রম করে আকাশ শেখ, পিতা ইমরান শেখ, গ্রাম দশমারী, জেলা রাজশাহী, বাংলাদেশের কাছে সেগুলো হস্তান্তর করতে যাচ্ছিল। কিন্তু বিএসএফ তার আগেই তাকে ধরে ফেলে ।
একই দিনের অন্যান্য ঘটনায় সীমা চৌকি আংরেল, ০৫ ব্যাটালিয়ন ও সীমা চৌকি মামাভাগিনা, ৬৮ ব্যাটালিয়নের কর্মীরা তাদের দায়িত্ব এলাকা থেকে ৪৫০ বোতল ফেনসিডিল ও ০৫ কেজি গাঁজা জব্দ করেছে।
আটক চোরাকারবারী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রী এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা সর্বদা তৎপরতার সাথে আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করে এবং চোরাকারবারীদের কোন কাজ তাদের চোখের আড়াল করা যায় না। তিনি আরও বলেন যে চোরাকারবারীরা নতুন উপায়ে পাচার করার চেষ্টা করে কিন্তু সতর্ক বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।