বিএসএফ সীমান্তে রূপার বড় চোরাচালান বানচাল করেছে; ৩০ লক্ষ টাকা মূল্যের ৪২ কেজি রূপা জব্দ করেছে
(জেলা-নদিয়া)
১৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের ০৮ ব্যাটালিয়নের সীমা চৌকি পুট্টিখালীর জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্ত গ্রাম মথুরাপুরে অভিযান চালিয়ে ৪১.৭০০ কেজি রূপার গয়না জব্দ করেছে। জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ২৯,৭৭,৩৮০/- টাকা।
প্রকৃতপক্ষে, সীমা চৌকি পুট্টিখালীর জওয়ানরা বিশ্বস্ত সূত্রে খবর পায় যে, কিছু চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ রূপার গহনা নিয়ে মথুরাপুর গ্রামে পৌঁছেছে। খবরটি নিশ্চিত হওয়ার পর বিএসএফ জওয়ানদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে এক সন্দেহভাজন ব্যক্তিকে দুটি ব্যাগ সহ দেখতে পায়। জওয়ানদের আগমনের ভনক পেয়ে চোরাকারবারী ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর জওয়ানরা আশেপাশের এলাকায় তল্লাশি চালায় কিন্তু সন্দেহভাজন চোরাকারবারীর কোন সন্ধান পায়নি। কিন্তু জওয়ানরা ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলো খুললে তাতে মোট ৪১.৭ কেজি রূপার গয়না পাওয়া যায়।
জব্দকৃত রুপার গহনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক বিভাগ মাজদিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রী এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ কর্মকর্তা দক্ষিণবঙ্গ সীমান্ত বলেছেন যে বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের মতো অপরাধ বন্ধ করতে দিনরাত কাজ করছে। যার কারণে বিএসএফ জওয়ানরা এই ধরনের অপরাধে জড়িতদের অসৎ উদ্দেশ্যকে ক্রমাগত ব্যর্থ করে দিচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, অসৎ উদ্দেশ্য রাখা কোনো চোরাকারবারীকে রেহাই দেওয়া হবে না।