শ্রীমতী ওয়াহীদা রহমান ৫৩তম দাদাসাহেব ফালকে জীবনকৃতী সম্মানে ভূষিত হবেন
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ ঘোষণা করেছেন যে, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী ওয়াহীদা রহমান’কে ২০২১ সালের জন্য দাদাসাহেব ফালকে জীবনকৃতী সম্মানে ভূষিত করা হবে। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে মন্ত্রী বলেন, ভারতীয় সিনেমায় শ্রীমতী রহমানের বিশেষ ভূমিকার জন্য এই সম্মান প্রদানের কথা ঘোষণা করতে পেরে তিনি আনন্দিত।
মন্ত্রী বলেন, শ্রীমতী রহমান হিন্দি সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে – পেয়াসা, কাগজ কে ফুল, চৌধবী কা চাঁদ, সাহেব বিবি অউর গুলাম, খামোশি, গাইড ইত্যাদি রয়েছে। পাঁচ দশকেরও বেশি অভিনয় জীবনে বিশেষ দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রীমতী রহমান। পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ওয়াহীদাজী তাঁর কঠোর পরিশ্রমের মাধ্যমে সর্বোচ্চ পেশাদার খ্যাতি অর্জন করেছেন।
নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিশিষ্ট অভিনেত্রী এই পুরস্কার ভারতীয় চলচ্চিত্র জগতে মহিলাদের ভূমিকাকে আরও একবার বিশেষ স্বীকৃতি প্রদান করে। ওয়াহীদা রহমান সমাজের উন্নতির জন্যই কাজ করে গেছেন।
দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচন কমিটির সদস্যরা ছিলেন –
১) শ্রীমতী আশা পারেখ
২) শ্রী চিরঞ্জিবী
৩) শ্রী পরেশ রাওয়াল
৪) শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
৫) শেখর কাপুর
ওয়াহীদা রহমান তাঁর বিশেষ অভিনয় দক্ষতার জন্য ১৯৬৫ সালে গাইড সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ১৯৬৮ সালে নীলকমল চলচ্চিত্রের জন্য পান বিশিষ্ট অভিনেত্রীর এই পুরস্কার। ১৯৭১ সালে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান। ১৯৭২ সালে পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন। ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ওয়াহীদা রহমান।