বিএসএফ বাংলাদেশি টাকা পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৮.৫০ লক্ষ বাংলাদেশী টাকা উদ্ধার করেছে।
(জেলা-নদিয়া)
৩ অক্টোবর ২০২৩ -এ, দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৮২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি মাহখোলা-এর সতর্ক কর্মীরা ভারত থেকে বাংলাদেশে, বাংলাদেশি মুদ্রা পাচারের একটি বিশাল প্রচেষ্টা ব্যর্থ করেছে। একটি গোপন তথ্যের ভিত্তিতে, চোরাকারবারি বাংলাদেশে মুদ্রা পাচার করার চেষ্টা করার সময় সৈন্যরা ৮,৫০,০০০ বাংলাদেশী টাকা জব্দ করে। জব্দকৃত বাংলাদেশী টাকার মূল্য ৬,৩৭,৫০০/- ভারতীয় টাকা।
তথ্য অনুযায়ী। ৮২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকিমাহখোলার সৈন্যরা বেড়ার ওপারে ধর ড্রেনের পাশে তাদের এলাকায় ডিউটি করছিল, ডিউটি করার সময় তারা দেখতে পায় যে ভারতীয় পক্ষ থেকে একজন লোক বেড়া থেকে কিছু মালামাল ছুড়ে মারছে। এবং ঘন ঝোপঝাড় ও ঘরবাড়ির সুযোগ নিয়ে ফিরে এলো, কর দৌড়ে ফিরে গেল এবং একই সময়ে বাংলাদেশ থেকে একজন চোরাকারবারী মুখ ঢেকে ওই বান্ডিলটি নিতে আসছিল। কর্তব্যরত সৈনিক পাচারকারীর দিকে এগিয়ে গিয়ে তাকে চ্যালেঞ্জ করলেও সে ঘন ঝোপঝাড় ও ঘরবাড়ির সুযোগ নিয়ে বাংলাদেশে ফিরে যায়। সৈন্যরা জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশিকালে কালো পলিথিনে মোড়ানো ৫টি বান্ডিল পাওয়া যায় যার মধ্যে বাংলাদেশি মুদ্রায় ৫০০ ও ১০০০ টাকার ৮,৫০,০০০ টাকার নোট উদ্ধার করা হয়, যার ভারতীয় মুদ্রায় মূল্য ৬,৩৭,৫০০ টাকা।
জব্দকৃত বাংলাদেশি মুদ্রা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টম অফিস চাপড়া, মহতপুরে হস্তান্তর করা হয়েছে।
শ্রী এ কে আর্য, ডিআইজি, পাবলিক রিলেশন অফিসার, দক্ষিণবঙ্গ সীমান্ত জানিয়েছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের নানা সমস্যায় পড়তে হয়। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।