বেপরোয়া গাড়ির কোপে পরে অসহায় গরিব চায়ের দোকান ক্ষতিগ্রস্ত, পঞ্চশায়র থানা উদাসীন
নবমী র দিন দুপুর ২.২০। সবাই যখন আনন্দে মাতোয়ারা ঠিক সেই সময় একটি সদ্যকেনা প্রাইভেট গাড়ি এসে ধাক্কা মারে পঞ্চ সায়র থানা সংলগ্ন লালনের চায়ের দোকানে।মুহূর্তে ছিটকে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসের কন্ডাকটর এবং দোকানদার।গুরুতর আহত হয় তারা।অল্পের জন্যে বেচে যায় আমাদের রিপোর্টার অনির্বান চক্রবর্তী।
আহত লোকটিকে ধরাধরি করে শুইয়ে দেওয়া হয় এবং অনির্বান তার পায়ে জল দিয়ে কোনোভাবে যন্ত্রনা কমানোর চেষ্টা করে। মাত্র ৫০ মিটারের মধ্যে হলেও থানা থেকে পুলিশ আসতে সময় লাগে প্রায় কুড়ি মিনিট। ততক্ষনে আর কয়েকজন মানুষের সহায়তায় অনির্বান দোকানদারকেও দোকান থেকে বের করে আনে। দোকানদারের মুখে আঘাত লাগাতে দোকানদার লালন এক পাশে বসে পরে।ঠিক এই সময় হাজির হয় ইউনিফর্ম ছাড়া থানার এক কনেস্টবল হায়দার।এসেই অনির্বান কে চার্জ করে আপনি কি ডাক্তার? হঠাৎ এই প্রশ্নে অবাক হয়ে যায় অনির্বাণ। তারপরই শুরু হয় বচসা। কিন্তু দলের আশ্রয় প্রাপ্ত নিউ গরিয়া বাজার কমিটির সেক্রেটারি সেইসময় এসে হায়দার এর হয়ে তাবেদারী শুরু করে। রাজনৈতিক দাদাগিরি গরিবের ভাত মারলেও প্রশাসন উদাসীন ।
এইভাবে অনিয়ন্ত্রিত গাড়ি যেকোন সময় বড়ো কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। থানা ভেতরে ভেতরে এডজাস্ট করে ছেড়ে দেয় ড্রাইভার আর গাড়িকে। কিন্তু ভেবে দেখুন এইরকম গাড়ির তলায় পরতে পারে আপনার বৃদ্ধ মা, বাবা অথবা স্কুল থেকে বাড়ি ফিরে আসা আপনার সন্তান। জেখানেই এমন ঘটনা দেখবেন প্রতিবাদ করুন। আমরা আপনাদের সাথে আছি।