বিএসএফ বড় চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে; ভারত-বাংলাদেশ সীমান্তে ২.২৭ লাখ টাকার ৪৮ টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে।
(জেলা-মালদা)
২৩ অক্টোবর ২০২৩ তারিখে, বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমা চৌকি কাঞ্চনতার, ৭০ ব্যাটালিয়ন, দক্ষিণবঙ্গ সীমান্তের সতর্ক কর্মীরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে, বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করেছে। জব্দকৃত মোবাইলের আনুমানিক মূল্য ২,২৭,০০০/- টাকা। চোরাকারবারীরা সেগুলো ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
তথ্য অনুযায়ী, বর্ডার পোস্ট-কাঞ্চনতার, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা কিছু চোরাকারবারীকে হাতে ব্যাগ নিয়ে ভারতীয় দিক থেকে সীমান্তের বেড়ার দিকে যেতে দেখে। জোয়ানরা তাদের দিকে ছুটে গিয়ে থামানোর চ্যালেঞ্জ জানালে চোরাকারবারীরা ব্যাগ ফেলে ঘন জঙ্গলের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পরে জোয়ানরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ৪৮ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আটক করে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক দফতর, মালদহের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী এ.কে. আর্য বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় বিএসএফ জোয়ানরা সদা সতর্ক থাকে। আন্তঃসীমান্ত চোরাচালান বন্ধে বিএসএফ কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ, যার কারণে চোরাকারবারিদের সর্বদাই ক্ষতির শিকার হতে হয় এবং তিনি বলেন, গোয়েন্দা বিভাগ চোরাকারবারিদের খোঁজ শুরু করেছে।