নস্টালজিয়া ও আধুনিকতার মেলবন্ধনের নতুন হোটেল তাজ তাল কুঠির ইকোপার্ক কলকাতা।

0
682
IHCL STRENGTHENS ITS PRESENCE IN KOLKATA WITH THE OPENING OF TAJ TAAL KUTIR
IHCL STRENGTHENS ITS PRESENCE IN KOLKATA WITH THE OPENING OF TAJ TAAL KUTIR
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:5 Minute, 12 Second

নস্টালজিয়া ও আধুনিকতার মেলবন্ধনের নতুন হোটেল তাজ তাল কুঠির ইকোপার্ক কলকাতা।

তাজ তাল কুটির চালু করার মাধ্যমে কলকাতায় নিজের উপস্থিতি আরও জোরদার করল আইএইচসিএল

কলকাতা , নভেম্বর ১১, ২০২৩: ভারতের সবচেয়ে বড় হসপিটালিটি কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (আইএইচসিএল) তাজ তাল কুটির, কলকাতা চালু করার কথা ঘোষণা করল। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত এই হোটেল নিউটাউনের স্মার্ট সিটিতে ঔপনিবেশিক ডিজাইনের সঙ্গে সমসাময়িক প্রেক্ষাপটের সমন্বয় ঘটিয়েছে।

পুনীত ছটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, বললেন “কলকাতায় তিন দশকের বেশি সময় ধরে তাজের একটা জোরালো উপস্থিতি রয়েছে। এবার নিউটাউনে তাজ তাল কুটির চালু করার মাধ্যমে পরিষেবার আরও সম্প্রসারণ ঘটানো হল। এই সংযোজনের মধ্যে দিয়ে আইএইচসিএল এই শহরে ক্রমশ বাড়তে থাকা মাইক্রো-মার্কেটের চাহিদা পূরণ করছে। পূর্ব ভারতের দ্বার হিসাবে কলকাতার বিপুল বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনা রয়েছে এবং আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরও একবার শ্রী হর্ষবর্ধন নেওটিয়া এবং অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গী হতে পেরে আনন্দিত।”

Mr. Puneet Chhatwal, Managing Director & Chief Executive Officer, Indian Hotels Company (IHCL) and Mr. Harshavardhan Neotia, Chairman, Ambuja Neotia Group at the opening of Taj Taal Kutir in Kolkata.
Mr. Puneet Chhatwal, Managing Director & Chief Executive Officer, Indian Hotels Company (IHCL) and Mr. Harshavardhan Neotia, Chairman, Ambuja Neotia Group at the opening of Taj Taal Kutir in Kolkata.

ইকো পার্কের ১০০ একর লেকের পাশেই অবস্থিত তাজ তাল কুটির হোটেলে আছে ঔপনিবেশিক ধাঁচে উঁচু ছাদ, সাবেকি কায়দার আসবাবপত্র আর সিট-আউটে সাজানো ৭৫টি বিলাসবহুল ঘর ও স্যুইট। অতিথিরা তাঁদের প্রিয় খাবার উপভোগ করতে পারেন সারাদিনের ডাইনার দ্য ভেরান্ডা-য়, ক্লাসিক জ্যাজ ও গ্যাটসবি যুগের অনুপ্রেরণায় তৈরি বার রিদ্দিম-এ অবসর যাপন করতে পারেন অথবা দ্য লেকভিউ লাউঞ্জ-এ ঢিলেঢালা সময় কাটাতে পারেন। পুরস্কার জয়ী জে ওয়েলনেস সার্কল স্পা-তে সুস্থতার স্বাদ নিতে পারেন ভারতের সমৃদ্ধ চিকিৎসার ঐতিহ্যে প্রোথিত সার্বিক ব্যবস্থাগুলির বিস্তৃত সম্ভারের মাধ্যমে। ৫০,০০০ বর্গফুট এলাকায় ছড়িয়ে থাকা প্রশস্ত ব্যাঙ্কোয়েট ও কনফারেন্সের জায়গায় রয়েছে ছটি হল। সেগুলি ৩,০০০ বর্গফুট থেকে ১২,০০০ বর্গফুট পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে আছে ইনডোর এবং খোলা বারান্দা সমেত আউটডোর পরিসর। ফলে এই হোটেল বিরাট সামাজিক অনুষ্ঠান এবং সম্মেলনের পক্ষে আদর্শ জায়গা।

হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান, অম্বুজা নেওটিয়া গ্রুপ, বললেন “আমরা তাজ তাল কুটির উদ্বোধন করে অত্যন্ত আনন্দিত। এতে আমরা কলকাতার আধুনিক টাউনশিপ নিউটাউনে এমন একটা বিলাসবহুল গেটঅ্যাওয়ের ব্যবস্থা করতে পারলাম, যেখানে বিগত যুগের কথা মনে করিয়ে দেয় এমন আর্ট-ডেকো স্থাপত্যও রয়েছে। ‘কুটির’ নামের বুটিক হোটেলগুলোর সম্ভারে তাজ তাল কুটির হল সাম্প্রতিকতম সংযোজন। গুরস কুটির, গঙ্গা কুটির, রাজকুটির আর চিয়া কুটীরের সারিতে পঞ্চম হোটেল। আমরা আইএইচসিএলের সঙ্গে আমাদের পার্টনারশিপে আরেক ধাপ এগোলাম কলকাতায় আমাদের তৃতীয় হোটেল চালু করে।”

‘সিটি অফ জয়’ কলকাতা এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির এক মেলবন্ধন।

এই নিয়ে কলকাতায় আইএইচসিএলের ছটি হোটেল হল তাজ, সিলেকশনস, ভিভান্তা এবং জিঞ্জার ব্র্যান্ডে। একটি এখনো নির্মীয়মাণ।
আরও জানতে এবং তাজ তাল কুটির, কলকাতা হোটেলে নভেম্বর ২৭, ২০২৩ থেকে থাকার জন্য বুকিং করতে দয়া করে আসুন ওয়েবসাইটে: www.tajhotels.com

Video by Antara Tripathy

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here