মাননীয় রেলমন্ত্রীর ভারতের উৎপাদন শিল্প সংক্রান্ত সাংবাদিক বৈঠক
দেশের অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন এসেছে। এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজ।
স্বাধীন হওয়ার ৪০-৫০ বছর পরও দেশের উৎপাদন শিল্প নিম্নগামী বা রুগ্ন থেকেছে।
আজ আমরা এমন জায়গায় পৌঁছেছি যে শক্তিশালী উৎপাদন শিল্পের দৌলতে খুব তাড়াতাড়ি ১ট্রিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে পারবো।
আজ আমাদের রপ্তানি ৭৬২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।৪৫৩ বিলিয়ন ডলার পণ্য ও ৩০৯ বিলিয়ন ডলার পরিষেবা রপ্তানি হয়েছে।
দেশে প্রচলিত চাকরি যত হয়েছে তার দ্বিগুণ অপ্রচলিত চাকরি হয়েছে। আগে মাসে ৬লাখ প্রচলিত চাকরি হত (বছরে ৭০ লাখ প্রায় )। আজ মাসে এই চাকরি গড়ে ১৪-১৫ লাখ হচ্ছে, বছরে যা প্রায় ১.৮ কোটি।
আজ থেকে বছর ১৫ আগে সব থেকে বেশি পেট্রোলিয়াম রপ্তানি হতো, আর হতো চাল সহ চার পাঁচটি পণ্য রপ্তানি।
![শ্রী অশ্বিনী বৈষ্ণব, মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর ভারতের উৎপাদন শিল্প সংক্রান্ত সাংবাদিক বৈঠক](https://ibgnews.com/wp-content/uploads/2023/12/ec97c739-757b-4f75-ad60-e8d38c4d9138-1-1024x1024.jpg)
গত বছর ১১ বিলিয়ন ডলার মোবাইল ফোন রপ্তানি হয়েছে। এই বছর প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের মোবাইল ফোন উৎপাদন হবে। রপ্তানি হবে ১৫ বিলিয়ন ডলারের বেশি।
খেলনা কেবল রপ্তানি হয়। আজ খেলনার রপ্তানি দাঁড়িয়েছে ৪০০০ কোটি টাকা।
২০২২-২৩ সালে রপ্তানি চিত্রটা ছিল এই রকম :
পেট্রোলিয়াম -৯৭ বিলিয়ন ডলার
ফার্মাসিউটিক্যালস -১৯ বিলিয়ন ডলার
টেলি যন্ত্রাংশ -১২ বিলিয়ন ডলার
বৈদ্যুতিক যন্ত্র- ১১ বিলিয়ন ডলার
আলুমিনিয়াম -৮বিলিয়ন ডলার
মোটরগাড়ি – ৮.৭ বিলিয়ন ডলার
বৈদ্যুতিন যন্ত্রাংশ – ৪ বিলিয়ন ডলার
লৌহ ও ইস্পাত – ১৩ বিলিয়ন ডলার
TDK জাপানের এক নামী কোম্পানি। TDK ভারতে মোবাইল ফোন -এর ব্যাটারি উৎপাদন করার কথা ঘোষণা করেছে। মোবাইল ফোনের casing আজ টাটা উৎপাদন করছে। এটি একটি অতি সূক্ষ উৎপাদন প্রক্রিয়া।